এত সস্তা হবে ভেবেছিলেন! আগামীকাল লঞ্চের আগে Realme Neo 7 ফোনের দাম ফাঁস, থাকবে 7000mAh ব্যাটারি

Realme Neo 7 এর 12GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম চীনে 2499 ইউয়ান (প্রায় 29,219 টাকা) রাখা হবে বলে আজ জানানো হয়েছে।

Suman Patra 10 Dec 2024 4:25 PM IST

রিয়েলমি আগামীকাল অর্থাৎ 11 ডিসেম্বর তাদের নতুন মিড রেঞ্জ স্মার্টফোন Realme Neo 7 লঞ্চ করতে চলেছে। এটি Realme GT Neo 6 এর উত্তরসূরি হিসাবে বাজারে আসছে। লঞ্চের আগে কোম্পানির তরফে এবং টিপস্টারদের দৌলতে এই ফোনের বিশেষ বিশেষ ফিচার আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। জানা গেছে এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ চিপসেট ব্যবহার করা হবে এবং পাওয়ারের জন্য থাকবে 7000mAh ব্যাটারি। তবে লঞ্চের আগে আজ রিয়েলমির নিজস্ব সাইট থেকে Neo 7 এর দাম ফাঁস হল।

লঞ্চের সময়

এর আখে রিয়েলমি জাষিয়েছিল যে, রিয়েলমি নিও 7 কাল 11 ডিসেম্বর চীনের স্থানীয় সময় বিকেল 4টায় (ভারতীয় সময় রাত 2টো 30) লঞ্চ হবে। ইতিমধ্যেই রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সাইটে ডিভাইসটি প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ।

রিয়েলমি নিও 7 এর দাম (ফাঁস)

রিয়েলমি নিও 7 এর 12GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম চীনে 2499 ইউয়ান (প্রায় 29,219 টাকা) রাখা হবে বলে আজ জানানো হয়েছে। ফোনটি 2 মিলিয়নেরও বেশি আনটুটু স্কোর করেছে বলে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে

রিয়েলমি নিও 7 এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

এই আসন্ন স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ চিপসেট এবং 120W ফাস্ট চার্জিং সহ 7000mAh ব্যাটারি থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। ডিভাইসটি IP69 রেটিং সহ আসবে বলে জানা গেছে, অর্থাৎ এটি কিছুক্ষণ গরম জলের মধ্যে থাকলেও সুরক্ষিত থাকবে। এছাড়া এই ডিভাইসে 120Hz রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশন সহ বড় AMOLED ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে।

রিয়েলমি নিও 7 ফোনের ডিসপ্লে 6,000 নিটস পিক ব্রাইটনেস এবং ক্রিস্টাল আর্মার গ্লাস প্রোটেকশন সহ আসবে। ফটোগ্রাফির জন্য এই ডিভাইসের ব্যাক প্যানেলে OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা দেখা যাবে। প্রিমিয়াম স্মার্টফোনটি 16 জিবি পর্যন্ত র‌্যাম ও 512 জিবি স্টোরেজ সহ আসবে বলে অনুমান করা হচ্ছে। এটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।

Show Full Article
Next Story