রেডমিকে টেক্কা দিতে Realme Neo 7 SE বাজারে আসছে, Dimensity 8400 প্রসেসর সহ থাকবে বড় ব্যাটারি

সম্প্রতি Realme Neo 7 লঞ্চ হয়েছে, এতে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আশা করা যায় Realme Neo 7 SE মডেলে 6000mAh থেকে 7000mAh এর মধ্যে ব্যাটারি থাকবে।

Suman Patra 24 Dec 2024 9:41 AM IST

গতকাল Mediatek লঞ্চ করেছে Dimensity 8400 প্রসেসর। ইতিমধ্যেই রেডমি নিশ্চিত করেছে যে তারা এই চিপসেট সহ প্রথম ডিভাইস আনবে। এই ডিভাইসের নাম হবে Redmi Turbo 4। আগামী বছরের শুরুতে আসবে এই স্মার্টফোন। তবে এর প্রতিদ্বন্দ্বী হিসেবে আরও একটি ফোন লঞ্চ হতে চলেছে। কারণ Realme নিশ্চিত করেছে যে তারাও একই প্রসেসর চালিত ডিভাইস আনবে। এর নাম রাখা হবে Realme Neo 7 SE।

Realme Neo 7 SE আসবে D8400 প্রসেসরের সাথে

রিয়েলমি কাল একটি পোস্টার শেয়ার করে জানিয়েছে যে, তারা মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 প্রসেসরের ফোন বাজারে আনতে চলেছে। যদিও পোস্টারে ডিভাইসের নাম উল্লেখ করা হয়নি। তবে রিয়েলমির সিরিজ লঞ্চের রীতি অনুযায়ী এটা নিও সিরিজের অংশ হওয়া উচিত।

এর পাশাপাশি ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 প্রসেসর চালিত এই আপকামিং স্মার্টফোনের নাম রিয়েলমি নিও 7 এসই। এই হ্যান্ডসেট রেডমি টার্বো 4 কে টক্কর দেবে। রেডমির এই ডিভাইসটি 2025 সালের শুরুতে লঞ্চ হবে।

রিপোর্ট অনুযায়ী, রেডমি টার্বো 4 ফোনটি পোকো X7 নামে গ্লোবাল মার্কেটে আসবে। আবার রিয়েলমি জিটি নিও 6 এসই মডেলটি রিয়েলমি জিটি 6T এর রিব্র্যান্ডেড হিসেবে গ্লোবাল মার্কেটে এসেছে। সেইজন্য আমাদের অনুমান, রিয়েলমি নিও 7 এসই ডিভাইসটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। আর এটা রিয়েলমি জিটি 7T এর রিব্র্যান্ডেড ভার্সন হবে।

জানিয়ে রাখি, সম্প্রতি Realme Neo 7 লঞ্চ হয়েছে, এতে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আশা করা যায় Realme Neo 7 SE মডেলে 6000mAh থেকে 7000mAh এর মধ্যে ব্যাটারি থাকবে।

Show Full Article
Next Story