গরম জলে ডুবিয়ে রাখলেও দিব্যি কাজ করবে Relame Neo 7, কাল IP69 রেটিং সহ লঞ্চ হচ্ছে

রিয়েলমি বাজারে আনছে তাদের নতুন স্মার্টফোন, Relame Neo7। এই ফোনটি একাধিক আকর্ষণীয় বৈশিষ্ট্যের সাথে একটি পারফরম্যান্স-কেন্দ্রিক ডিভাইস হিসেবে আসতে চলেছে।

Ananya Sarkar 10 Dec 2024 6:07 PM IST

রিয়েলমি আগামীকাল, ১১ ডিসেম্বর তাদের বহুল প্রত্যাশিত Relame Neo 7 স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। তার আগে কোম্পানি ডিভাইসটি সম্পর্কে বিভিন্ন আকর্ষনীয় তথ্য প্রকাশ করছে। Neo 7 কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, বিশেষ করে এর চিত্তাকর্ষক ওয়াটারপ্রুফ বিল্ড, স্টাইলিশ ডিজাইন এবং পারফরম্যান্স-কেন্দ্রিক স্পেসিফিকেশন সহ একটি পাওয়ার হাউস হিসাবে বাজারে আসতে চলেছে। আসুন রিয়েলমির আসন্ন হ্যান্ডসেটটির সর্ম্পকে কি কি তথ্য জানা গেছে দেখে নেওয়া যাক।

Relame Neo 7 আসছে একাধিক আকর্ষনীয় বৈশিষ্ট্যের সাথে

লেটেস্ট টিজারে জানানো হয়েছে যে, আসন্ন ফোনে আইপি৬৯ এবং আইপি৬৮ ধুলো এবং জল-প্রতিরোধী রেটিং সাপোর্ট করবে, যা এটিকে সেগমেন্টের সবচেয়ে সুরক্ষিত স্মার্টফোনগুলির মধ্যে একটি করে তুলবে। রিয়েলমি দাবি করেছে যে, রিয়েলমি নিও ৭ গরম জলের সংস্পর্শ, ২ মিটার গভীর জলে ৩০ মিনিটের জন্য ডুবে থাকা এবং উচ্চ চাপের জলের ঝাপটা সহ্য করতে সক্ষম, এটি নিশ্চিত করে যে ফোনটি বিভিন্ন প্রতিকূল পরিবেশও অনায়াসে কাজ করতে পারবে। এই বৈশিষ্ট্যটি নিঃসন্দেহে বাড়ির বাইরে যারা বেশি কাটান এবং যারা এমন একটি ফোন খুঁজছেন যা কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে পারে তাদের জন্য উপযুক্ত হবে।

ডিজাইনের ক্ষেত্রে, রিয়েলমি নিও ৭ ফোনে নতুন "স্টার স্টেপ" ডিজাইন সহ আকর্ষণীয় রিয়ার ক্যামেরা মডিউল রয়েছে। ফ্ল্যাট স্ক্রিন, স্ট্রেট মিডল ফ্রেম এবং জ্যামিতিক চ্যামফার্ড ব্যাক প্যানেল লাইনের সাথে মিলিত হয়ে চোখ ধাঁধানো ডিজাইন তৈরি হয়েছে, যেটিকে "স্টারশিপ স্পেস" হিসাবে বর্ণনা করা হয়েছে। এই ডিজাইন ল্যাংগুয়েজ ফোনে মিলিমালিস্ট এবং স্থিতিশীলতার অনুভূতি যোগ করে।

রিয়েলমি নিও ৭ ব্যাটারি লাইফেও উল্লেখযোগ্য উন্নতি নিয়ে আসবে। একটি বিশাল ৭,০০০ এমএএইচ টাইটান ব্যাটারি থাকা সত্ত্বেও, রিয়েলমি নিও ৭ মাত্র ৮.৫ মিলিমিটারের একটি স্লিম প্রোফাইল বজায় রাখবে, যা এটিকে তার পূর্বসূরি রিয়েলমি জিটি নিও ৬ মডেলের থেকে স্লিম করে তুলেছে, যার পাশাপাশি ১,৫০০ এমএএইচ ক্যাপাসিটির বেশি ব্যাটারি ক্ষমতাও অফার করবে।

এছাড়া, ফোনের সামনে ৬.৭৮ ইঞ্চির বিওই (BOE) দ্বারা কাস্টমাইজ করা এস২ ফ্ল্যাট স্ক্রিন রয়েছে, যা ৬,০০০ নিট পিক ব্রাইটনেস, সরাসরি সূর্যের আলোতেও চমৎকার দৃশ্যমানতা নিশ্চিত করে। এটি ২,৭৮০×১,২৬৪ পিক্সেল রেজোলিউশন এবং হার্ডওয়্যার-লেভেলের ফুল-ব্রাইটনেস ডিসি ডিমিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য, রিয়েলমি নিও ৭ ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল সনি আইওএস (OIS) প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল লেন্স থাকবে এবং ডিভাইসের সামনে উচ্চ মানের সেলফির জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে।

আর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর দ্বারা চালিত রিয়েলমি নিও ৭ ডিভাইসটি শক্তিশালী প্রসেসিং পাওয়ারের জন্য গেমিং, মাল্টিটাস্কিং এবং ভারী অ্যাপগুলিকে মসৃণভাবে চালানোর ক্ষেত্রে আদর্শ হবে। কানেক্টিভিটির জন্য, এতে ডুয়েল-ফ্রিকোয়েন্সি জিপিএস, ট্রিপল-ফ্রিকোয়েন্সি বেইডো, ইনফ্রারেড, এনএফসি, একটি লিনিয়ার মোটর এবং স্টেরিও ডুয়াল স্পিকার সাপোর্ট করবে। রিয়েলমি নিও ৭ তিনটি আকর্ষণীয় কালার অপশনে আসবে - স্টারশিপ এডিশন, মেটেরাইট ব্ল্যাক এবং সাবমেরিন। ডিভাইসটির প্রারম্ভিক মূল্য ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,২২০ টাকা) এর কাছাকাছি থাকবে।

Show Full Article
Next Story