Realme Neo 7 হবে গেমিংয়ের আদর্শ ফোন, 7000mAh ব্যাটারির সাথে থাকবে বড় VC কুলিং সিস্টেম

Realme Neo 7 ফোনটি খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। বর্তমানে ডিভাইসটির সর্ম্পকে একাধিক তথ্য প্রকাশ্যে আনতে শুরু করেছে ব্র্যান্ড। এখন যেমন ফোনটির উন্নত কুলিং সিস্টেম সর্ম্পকে জানা গেছে।

Ananya Sarkar 5 Dec 2024 9:26 AM IST

রিয়েলমি বর্তমানে তাদের আসন্ন পারফরম্যান্স-কেন্দ্রিক মিড-রেঞ্জ স্মার্টফোন, Realme Neo 7 সম্পর্কে ক্রমাগতভাবে বিশদ তথ্য প্রকাশ করছে। ফোনটির গিকবেঞ্চ লিস্টিং ইতিমধ্যে নিশ্চিত করেছে যে এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেট দ্বারা চালিত হবে। আর এখন রিয়েলমি প্রকাশ করেছে যে Neo 7 হ্যান্ডসেটে একটি ৭,৭০০ বর্গমিলিমিটার ভিসি (ভেপার চেম্বার) কুলিং সিস্টেম থাকবে, এটি একটি উল্লেখযোগ্য আপগ্রেড যা উন্নততর গেমিং পারফরম্যান্স প্রদানের প্রতিশ্রুতি দেয়। এই কুলিং সলিউশনটি সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া পারফরম্যান্স-কেন্দ্রিক আইকো ১৩ ফোনের কুলিং সিস্টেমটির থেকেও উল্লেখযোগ্যভাবে বড়।

Realme Neo 7 ফোনে রিডিজাইন করা ভিসি থাকবে

রিয়েলমির সাম্প্রতিক ঘোষনা আসন্ন রিয়েলমি নিও ৭ হ্যান্ডসেটের চিত্তাকর্ষক কুলিং কনফিগারেশনকে সামনে এনেছে। নিও ৭-এর অভ্যন্তরে ৭,৭০০ বর্গ মিলিমিটারের একক ভিসি এরিয়া ৭০% আল্ট্রা-ওয়াইড কভারেজ প্রদান করে, যাতে দীর্ঘক্ষণেরের গেমিং সেশনের সময়ও ফোন ঠান্ডা থাকে। ভিসি চেম্বারের ভিতরে রিডিজাইন করা এয়ার ক্যাভিটি কাঠামোটিও বড়। এর জল সঞ্চয় করার ক্ষমতা ১৫% বৃদ্ধি পেয়েছে, যা ৮৫% হিট ডিসিপেশনে উন্নতি করেছে। এই রিডিজাইন করা কুলিং সিস্টেমের লক্ষ্য হল ডিভাইসের সামনের অংশকে ঠান্ডা রাখা, যাতে একটি নিরবচ্ছিন্ন এবং উপভোগ্য গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যায়।

প্রসঙ্গত, আইকো ১৩ ফোনে একটি তুলনামূলক ছোট ৭,০০০ বর্গমিলিমিটারের ভিসি চেম্বার অন্তর্ভুক্ত রয়েছে। যদিও এটি সরাসরি ইঙ্গিত করে না যে আইকো ১৩-এর কুলিং সিস্টেম নিম্নমানের, তবে রিয়েলমি নিও ৭-এর বৃহত্তর ভিসি চেম্বার জানান দেয় যে ভারী কাজের চাপের সময় টেকসই পারফরম্যান্সের ক্ষেত্রে এটি মিড-রেঞ্জ বিভাগে অন্যান্য ফোনের যোগ্য প্রতিদ্বন্দ্বী হবে। রিয়েলমির এই পদক্ষেপ স্মার্টফোনে কুলিং সলিউশন বড় করার ক্রমবর্ধমান ট্রেন্ডের দিকে ইঙ্গিত দেয়, এর চেয়েও বড় ভিসি চেম্বার রিয়েলমি জিটি ৭ প্রো (১১,৪৮০ বর্গমিলিমিটার) এর মতো হাই-এন্ড ডিভাইসে রয়েছে।

আকর্ষণীয় কুলিং সিস্টেমের পাশাপাশি, রিয়েলমি নিও ৭-এর কর্মক্ষমতা সম্পর্কেও তথ্য সামনে এসেছে। স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস প্রসেসর দ্বারা চালিত হবে, যা আনটুটু (AnTuTu) ডেটাবেসে ২ মিলিয়ন পয়েন্ট স্কোর করবে বলে আশা করা হচ্ছে, যা গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য শক্তিশালী পারফরম্যান্স প্রদান করবে। রিয়েলমি নিও ৭ ফোনে কোম্পানির “জিটি পারফরম্যান্স ইঞ্জিন”ও থাকবে, যা একটি ইন্টার-ফ্রেম পারসেপশন অ্যালগরিদমকে অন্তর্ভুক্ত করেছে। এটি পাওয়ার খরচ কমায় ১০%। এছাড়া আছে চিপ-লেভেল সুপার-ফ্রেম রেন্ডারিং, যা কম্পিউটিং দক্ষতা ৩০% বৃদ্ধি করেছে এবং একটি সেল্ফ-ডেভেলপ মসৃণ আর্কিটেকচার, যা দৃশ্য শনাক্তকরণের গতি ১১% বাড়িয়ে দেয়।

এদিকে রিয়েলমি নিও ৭ বিশাল ৭,০০০ এমএএইচ টাইটান ব্যাটারির সাথে আসবে, যা নিশ্চিত করে যে ইউজাররা ঘন ঘন রিচার্জ ছাড়াই বর্ধিত গেমিং সেশন উপভোগ করতে পারবেন। এই ফোনটি আইপি৬৮ জল এবং ধুলো-প্রতিরোধীও হবে বলে আশা করা হচ্ছে এবং মাত্র ৮.৫ মিলিমিটার পুরু হবে। রিয়েলমি নিও ৭-এর প্রারম্ভিক মূল্য ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,১২০ টাকা) হবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story