রেডমির পর রিয়েলমি, নয়া 5G প্রসেসর সহ আসতে চলেছে Realme 10 Pro+, Realme Narzo 60 Pro

তাইওয়ান-ভিত্তিক প্রখ্যাত চিপসেট মেকার মিডিয়াটেক (MediaTek) সম্প্রতি মিড-রেঞ্জ স্মার্টফোনের জন্য তাদের নতুন Dimensity 1080 চিপসেটটি লঞ্চ করেছে। এর পাশাপাশিই কোম্পানি নিশ্চিত করে যে, এই নতুন…

তাইওয়ান-ভিত্তিক প্রখ্যাত চিপসেট মেকার মিডিয়াটেক (MediaTek) সম্প্রতি মিড-রেঞ্জ স্মার্টফোনের জন্য তাদের নতুন Dimensity 1080 চিপসেটটি লঞ্চ করেছে। এর পাশাপাশিই কোম্পানি নিশ্চিত করে যে, এই নতুন প্রসেসর চালিত ফোনগুলি ২০২২-এর চতুর্থ ত্রৈমাসিকে বাজারে উপলব্ধ হবে। প্রথমদিকে শাওমি (Xiaomi), মোটোরোলা (Motorola) এবং অনর (Honor)-এর মতো স্মার্টফোন ব্র্যান্ডগুলি D1080 চালিত হ্যান্ডসেট লঞ্চ করতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এখন এক নির্ভরযোগ্য টিপস্টার দাবি করেছেন যে, রিয়েলমি (Realme)-ও ভারতে Dimensity 1080 চিপ সমন্বিত একটি ফোন লঞ্চ করবে। এই আসন্ন হ্যান্ডসেটটি সম্পর্কে আর কি কি তথ্য উঠে এল, চলুন জেনে নেওয়া যাক।

নতুন MediaTek Dimensity 1080 প্রসেসরের সাথে Realme ভারতে আনছে একটি নয়া স্মার্টফোন

টিপস্টার মুকুল শর্মা তার একটি সাম্প্রতিক টুইটে জানিয়েছেন যে, রিয়েলমি সদ্য লঞ্চ হওয়া মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর দ্বারা চালিত একটি হ্যান্ডসেট ভারতীয় বাজারে উন্মোচন করবে।

তবে, টিপস্টার টুইটারে এই ফোনের নাম সংক্রান্ত তথ্য এখনও প্রকাশ করেননি। মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ গত বছর আত্মপ্রকাশ করা ডাইমেনসিটি ৯২০-এর উত্তরসূরি হিসেবে চলতি সপ্তাহেই লঞ্চ হয়েছে। বর্তমানে রিয়েলমির ৯ প্রো প্লাস এবং নার্জো ৫০ প্রো ৫জি- হ্যান্ডসেট দুটিতে ডাইমেনসিটি ৯২০ চিপটি রয়েছে।

তাই, সম্ভবত উল্লেখিত রিয়েলমি ডিভাইসগুলির উত্তরসূরি মডেল- রিয়েলমি ১০ প্রো প্লাস এবং নার্জো ৬০ প্রো ৫জি ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। যদিও, এখনও এই ফোনগুলির অস্তিত্ব সম্পর্কে কোম্পানির তরফে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি। তবে, যেহেতু রিয়েলমি ৯ প্রো প্লাস এবছর ফেব্রুয়ারি মাসে উন্মোচিত হয়েছে, তাই এর উত্তরসূরি ১০ প্রো প্লাস বিদ্যমান থাকলে, আগামী বছর একই সময় বাজারে পা রাখতে পারে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই পরবর্তী প্রজন্মের Realme 10 হ্যান্ডসেটটিকে বিশ্বের বিভিন্ন বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি শুরু করেছে সংস্থা। RMX3630 মডেল নম্বর সহ হ্যান্ডসেটটি ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ইউরোপের কিছু সার্টিফিকেশন প্ল্যাটফর্ম দ্বারা অনুমোদিত হয়েছে৷ এছাড়াও, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর সার্টিফিকেশন সাইটে এবং বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গিকবেঞ্চ (Geekbench)-এর ডেটাবেসে উপস্থিত হয়েছে। এখনও অবধি, বিভিন্ন রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, Realme 10-এ মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট, ৮ জিবি র‍্যাম এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে৷

উল্লেখ্য, চলতি মাসের শেষের দিকে প্রথম Realme 10 সিরিজটি আত্মপ্রকাশ করতে পারে এমন সম্ভাবনা রয়েছে। তাই, খুব শীঘ্রই স্ট্যান্ডার্ড মডেলটির পাশাপাশি সিরিজের অন্যান্য ডিভাইসগুলি সম্পর্কেও নানান তথ্য অনলাইনে প্রকাশিত হবে বলে আশা করা যায়।