Realme Note 50: সবচেয়ে সস্তায় বাজারের সেরা স্মার্টফোন লঞ্চ করে চমকে দিল রিয়েলমি

গত কয়েক সপ্তাহের জল্পনার অবসান ঘটিয়ে রিয়েলমি আজ তাদের Note সিরিজের প্রথম ফোন, Realme Note 50 লঞ্চ করেছে। একদম সস্তায়...
Ananya Sarkar 19 Jan 2024 2:11 PM IST

গত কয়েক সপ্তাহের জল্পনার অবসান ঘটিয়ে রিয়েলমি আজ তাদের Note সিরিজের প্রথম ফোন, Realme Note 50 লঞ্চ করেছে। একদম সস্তায় এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট হিসাবে বাজারে এসেছে এটি। বাজেট ফোন হলেও এতে ৯০ হার্টজ ডিসপ্লে, Unisoc চিপসেট, শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি, স্লিম ডিজাইন, এবং ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। চলুন Realme Note 50-এর দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Realme Note 50: স্পেসিফিকেশন এবং ফিচার

রিয়েলমি নোট ৫০-তে ১,৬০০ x ৭২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন সহ ৬.৭৪ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, যা ৯০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ২৬০ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। এই এন্ট্রি লেভেল ফোনটি ইউনিসক টি৬১২ চিপসেট দ্বারা চালিত, যা ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ গো এডিশন-ভিত্তিক রিয়েলমি ইউআই টি (Realme UI T) কাস্টম স্কিনে রান করে। অতিরিক্ত স্টোরেজের জন্য, মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে।

ফটোগ্রাফির জন্য, রিয়েলমি নোট ৫০-এর রিয়ার প্যানেলে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি মনোক্রোম সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, রিয়েলমি নোট ৫০-এ ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে৷

এছাড়া, ডিভাইসটিতে আইপি৫৪ (IP54)-রেটেড ধুলো এবং জল প্রতিরোধী চ্যাসিস রয়েছে, যা মাত্র ৭.৯৯ মিলিমিটার স্লিম এবং ফোনটির ওজন ১৮৬ গ্রাম। Realme Note 50-এ নিরাপত্তার জন্য সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে ফেস আনলক ফিচারও রয়েছে।

Realme Note 50: দাম

ফিলিপাইনের বাজারে লঞ্চ হওয়া Realme Note 50-এর একমাত্র ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজের দাম ৩,৫৯৯ ফিলিপাইন পেসো (প্রায় ৫,৩৪৫ টাকা)। বলতে গেলে, বাজারে এত সস্তায় এর থেকে ভাল ফোন আর নেই। এটি মিডনাইট ব্ল্যাক এবং স্কাই ব্লু কালার অপশনে পাওয়া যাবে। এটি ভারতীয় মার্কেটে পা রাখবে কিনা, তা এখনও নিশ্চিত করেনি সংস্থা।

Show Full Article
Next Story