Realme Note 60 বড় ব্যাটারি ও 32 মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে, দাম থাকবে 6000 টাকার কম
Realme আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আসন্ন এই ফোনের নাম Realme Note 60। সম্প্রতি এই ডিভাইসের...Realme আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আসন্ন এই ফোনের নাম Realme Note 60। সম্প্রতি এই ডিভাইসের সমস্ত স্পেসিফিকেশন সামনে আসে। এখন আবার প্যাসিনেটগিকজ Realme Note 60 লাইভ ফটো সহ রেন্ডার এবং লঞ্চের তারিখ ফাঁস করেছেন। রিপোর্ট অনুযায়ী, আগামী 5 সেপ্টেম্বর বিশ্ব বাজারে লঞ্চ হবে এই রিয়েলমি ফোন। এচে 90 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং 5000 এমএএইচ ব্যাটারি থাকবে।
Realme Note 60 এই ফিচারের সাথে আসতে পারে
জানা গেছে রিয়েলমি নোট 60 ফোনে 6.74 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল দেখা যাবে। এই ডিসপ্লে 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার ডিভাইসটি 4 জিবি র্যাম সহ পাওয়া যাবে। আর প্রসেসর হিসেবে ব্যবহার করা হবে ইউনিসক টাইগার টি612। ফলে এই ফোনের দাম বেশি হওয়ার সম্ভাবনা নেই। ফটোগ্রাফির জন্য রিয়েলমি নোট 60 ফোনে এলইডি ফ্ল্যাশসহ ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে প্রাইমারি ক্যামেরার রেজোলিউশন হবে 32 মেগাপিক্সেল।
এছাড়াও সেকেন্ডারি ক্যামেরা হিসেবে পাওয়া যাবে 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। রিয়েলমি নোট 60 ডিভাইসে 5000 এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এই ব্যাটারি 10 ওয়াট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির দাম 60 থেকে 70 ডলারের (প্রায় 5,000 টাকা থেকে 6,000 টাকা) মধ্যে রাখা হবে।
29 আগস্ট লঞ্চ হচ্ছে Realme 13 সিরিজ
আগামী 29 আগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে Realme 13 সিরিজ। এই সিরিজের অধীনে দুটি ফোন আসবে – Realme 13 এবং Realme 13+। নতুন ডিভাইসগুলিতে ভালো কোয়ালিটির ডিসপ্লে থাকবে। গিকবেঞ্চ লিস্টিং অনুসারে, Realme 13 ডিভাইসে ডাইমেনসিটি 6300 প্রসেসর আর Realme 13+ মডেলটি ডাইমেনসিটি 7300E চিপসেট সহ আসবে। ফটোগ্রাফির জন্য, Realme 13 ফোনে 50-মেগাপিক্সেল + 2-মেগাপিক্সেল সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। তবে Realme 13+ হ্যান্ডসেটে 8-মেগাপিক্সেল অতিরিক্ত আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে 80 ওয়াট পর্যন্ত চার্জিং সহ 5000 এমএএইচ ব্যাটারি।