Realme আজ ইন্দোনেশিয়ায় নোট সিরিজের নতুন ফোন হিসেবে Realme Note 60 লঞ্চ করল। এটি গত বছরে বাজারে আসা রিয়েলমি নোট 50 এর উত্তরসূরি হিসাবে এসেছে। নতুন ফোনটি সাশ্রয়ী মূল্যে আগের মডেলের তুলনায় বেশ কয়েকটি আপগ্রেড সহ লঞ্চ হয়েছে। Realme Note 60 ডিভাইসে পাওয়া যাবে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, 32 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও 5,000 এমএএইচ ব্যাটারি। আসুন এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Realme Note 60 এর দাম ও উপলব্ধতা
Realme Note 60 এর 4 জিবি + 128 জিবি বেস ভ্যারিয়েন্টের দাম 1,399,000 ইন্দোনেশিয়ান রুপিয়া (প্রায় 7,500 টাকা)। আর এর 6 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 1,599,000 ইন্দোনেশিয়ান রুপিয়া (প্রায় 8,600 টাকা) এবং 8 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 1,999,000 ইন্দোনেশিয়ান রুপিয়া (প্রায় 10,800 টাকা)।
রিয়েলমি নোট 60 ফোনটি ফোষ মার্বেল ব্ল্যাক এবং ভয়েজার ব্লু কালারে এসেছে। ডিভাইসটি ইতিমধ্যেই ইন্দোনেশিয়ায় ক্রয়ের জন্য উপলব্ধ এবং শীঘ্রই অন্যান্য দেশে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
রিয়েলমি নোট 60 এর স্পেসিফিকেশন ও ফিচার
রিয়েলমি নোট 60 স্মার্টফোনের সামনে দেখা যাবে 6.74-ইঞ্চি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, যা এইচডি প্লাস রেজোলিউশন, 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 560 নিটস পিক ব্রাইটনেস অফার করে। এর ডিজাইন আকর্ষণীয়। এতে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন দেখা যাবে। ডিভাইসটির পাওয়ার বাটন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। আর রিয়েলমির তরফে জানানো হয়েছে, ধুলো-জল থেকে সুরক্ষা দিতে এই ফোনে আইপি64 রেটিং পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য, রিয়েলমি নোট 60 ফোনে f/1.8 অ্যাপারচার সহ 32-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা উপস্থিত। আর সেলফির জন্য পাওয়া যাবে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
এদিকে Realme Note 60 হ্যান্ডসেটে ইউনিসক T612 অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই একই প্রসেসর Realme Note 50 ফোনেও ছিল। যাইহোক, নতুন ফোনটি 8 জিবি পর্যন্ত র্যাম এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হবে 5000mAh ব্যাটারি, যা 10W চার্জিং সাপোর্ট করে। সফ্টওয়্যারের কথা বললে, ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম স্কিনে চলবে।