Realme Note 60x দশ হাজার টাকার কমে বাজারে আসার আগে পেল FCC সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন

আজ RMX3938 মডেল নম্বর সহ Realme Note 60x ডিভাইসকে উল্লেখিত দুই সার্টিফিকেশন সাইটে খুঁজে পেয়েছে। এর আগে এনবিটিসি সার্টিফিকেশন সাইট এর মডেল নম্বর নিশ্চিত করেছিল। এটি একটি ৪জি স্মার্টফোন হবে। আর এটি ১০,০০০ টাকার কমে লঞ্চ হবে।

Julai Mondal 23 Nov 2024 7:52 PM IST

রিয়েলমি শীঘ্রই তাদের নোট সিরিজের নতুন বাজেট ফ্রেন্ডলি ফোন Realme Note 60x লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই ডিভাইসটি বিভিন্ন সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। আজ আবার একে আমেরিকার এফসিসি সার্টিফিকেশন সাইট ও ইইউ ডিক্লারেশন সাইটে খুঁজে পাওয়া গেছে। এটি চলতি বছরের আগস্টে লঞ্চ হওয়া রিয়েলমি নোট ৬০ এর আপগ্রেড ভার্সন হবে।

Realme Note 60x ফোনকে দেখা গেল FCC ও EU ডিক্লারেশন সাইটে

মাইস্মার্টপ্রাইস আজ RMX3938 মডেল নম্বর সহ রিয়েলমি নোট ৬০এক্স ডিভাইসকে উল্লেখিত দুই সার্টিফিকেশন সাইটে খুঁজে পেয়েছে। এর আগে এনবিটিসি সার্টিফিকেশন সাইট এর মডেল নম্বর নিশ্চিত করেছিল। এটি একটি ৪জি স্মার্টফোন হবে। আর এটি ১০,০০০ টাকার কমে লঞ্চ হবে।

ব্যাটারি ও ক্যামেরা

এফসিসি থেকে জানা গেছে যে, এতে ৫,০০০ এমএএইচ (টিপিক্যাল) ব্যাটারি থাকবে। আর এই ব্যাটারি ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এর চার্জারের মডেল নম্বর থাকবে OP52JCUH। এই ডিভাইসের ওজন হবে ১৮৭ গ্রাম। এর পরিমাপ ১৬৭.২৬ x ৭৬.৬৭ x ৭.৮৪ মিমি। আর রিয়েলমি নোট ৬০এক্স ফোনে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। আর এর সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে।

তবে এর আগে একটি রিপোর্টে বলা হয়েছিল যে, ডিভাইসটি ৩২ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ আসবে। তবে সার্টিফিকেশন সাইটের তথ্যটাই সত্যি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে থাকবে ৪জি এলটিই, ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি, ব্লুটুথ, গ্যালিলিও, জিপিএস, বিডিএস। রিয়েলমি নোট ৬০এক্স অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।

জানিয়ে রাখি, রিয়েলমি নোট সিরিজ কয়েকটি মার্কেটেই সীমাবদ্ধ। এমনকি ভারতেও এই সিরিজের ফোনগুলি পাওয়া যায় না। তাই আসন্ন এই ডিভাইস এদেশে আসবে কিনা তা এক্ষুনি বলা সম্ভব নয়।

Show Full Article
Next Story