OnePlus, Realme ও Oppo ফোনে আর থাকবে না একই ধরনের ফিচার, আলাদা হচ্ছে তিন সংস্থা

BBK Electronics হলো চীনের এমন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যেটি বিভিন্ন ধরনের স্মার্টফোন তৈরি করে। আর সেগুলি ওপ্পো (Oppo), ভিভো (Vivo), ওয়ানপ্লাস (One Plus), এবং রিয়েলমি…

BBK Electronics হলো চীনের এমন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যেটি বিভিন্ন ধরনের স্মার্টফোন তৈরি করে। আর সেগুলি ওপ্পো (Oppo), ভিভো (Vivo), ওয়ানপ্লাস (One Plus), এবং রিয়েলমি (Realme) ব্র্যান্ডের অধীনে বাজারে বিক্রি করে। তবে বর্তমানে বিবিকে ইলেকট্রনিক্সের মালিকাধীন এই চীনা মোবাইল কোম্পানিগুলি ভারতে পৃথক সংস্থা হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। স্মার্টফোন সংস্থাগুলি হঠাৎ করে কেনো এমন সিদ্ধান্ত নিল চলুন জেনে নেওয়া যাক।

যদিও এখনও এই বিষয়ে কোম্পানিগুলির তরফে নিশ্চিত খবর পাওয়া যায়নি। তবে একটি রিপোর্ট অনুসারে Oppo, OnePlus, এবং Realme এখন ভারতে স্বাধীনভাবে কাজ করতে চলেছে। এতদিন পর্যন্ত এই তিনটি কোম্পানি বিবিকে ইলেকট্রনিক্সের অধীনে ভারতে ব্যবসা করতো। তবে আমাদের দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই কোম্পানিটির বিরুদ্ধে আয়কর ফাঁকি, শুল্ক লঙ্ঘন, জালিয়াতি এবং অর্থপাচার জাতীয় বিভিন্ন অভিযোগ এনেছে, যারপর এমন সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে।

রিপোর্ট অনুযায়ী, বিবিকে ইলেকট্রনিকস OnePlus আর Realme-র বিক্রয় এবং ডিস্ট্রিবিউশন আইনি ভাবে ওয়ানপ্লাস টেকনোলজি ইন্ডিয়া এবং রিয়েলমি মোবাইল ইলেকট্রনিক্স ইন্ডিয়াকে হস্তান্তর করে দিয়েছে। এর আগে এই বিষয়গুলি ওপ্পো মোবাইল ইন্ডিয়া দ্বারা পরিচালিত হতো। বর্তমানে ওপ্পো মোবাইল ইন্ডিয়া শুধু মাত্র Oppo-র মোবাইল বিক্রি এবং ডিস্ট্রিবিউশনের কাজ সামলাবে। যদিও Oppo মোবাইল এই তিনটি ব্র্যান্ডের জন্যই স্মার্টফোন তৈরি করতে থাকবে।

উল্লেখ্য, ভারত সরকার কিছুদিন আগেই Oppo ও Vivo-র বিভিন্ন স্টোরে অনুসন্ধান চালিয়েছিল। সেই কারণেই Oppo হয়তো মনে করছে, এই তদন্ত তাদের অন্যান্য ব্র্যান্ড যেমন OnePlus এবং Realme কেও প্রভাবিত করতে পারে। এমতাবস্থায়, ব্যবসা আলাদা করে নেওয়াই শ্রেয় বলে মনে করছে সংস্থাটি।

রিপোর্টটিতে এটিও বলা হয়েছে যে, Xiaomi-র মতো OnePlus এবং Realme-ও নিজেদের স্মার্টফোন প্রোডাকশনের জন্য ভারতীয় ম্যানুফ্যাকচারারের খোঁজ করছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন