প্রথম সেলে মাত্র ২০,৯৯৯ টাকায় ১২ জিবি র্যাম ও কার্ভড ডিসপ্লের Realme P1 Pro 5G স্মার্টফোন
আপনি যদি কম বাজেটের মধ্যে বেশি র্যাম ও কার্ভড ডিসপ্লের স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে...আপনি যদি কম বাজেটের মধ্যে বেশি র্যাম ও কার্ভড ডিসপ্লের স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। আসলে আজ Realme P1 Pro 5G ফোনের নতুন ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের সেল শুরু হবে। দুপুর ১২ টা থেকে Realme.com এবং ফ্লিপকার্টে শুরু হবে এই সেল। আর লঞ্চ অফার হিসেবে Realme P1 Pro 5G এর নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট ২,০০০ টাকা ছাড়ে কেনার সুযোগ পাওয়া যাবে।
Realme P1 Pro 5G ফোনের ১২ জিবি র্যাম ভ্যারিয়েন্টের প্রথম সেল আজ
রিয়েলমি পি১ প্রো ৫জি ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ২২,৯৯৯ টাকা, তবে সেলে এটি Realme.com এবং ফ্লিপকার্টে ২,০০০ টাকা ছাড়ের সাথে পাওয়া যাবে, যারপর এর দাম দাঁড়াবে ২০,৯৯৯ টাকা। ক্রেতারা ইএমআই দিয়েও স্মার্টফোনটি কিনতে পারবেন। কোম্পানির দাবি এটি এই সেগমেন্টের প্রথম ফোন, যা মাত্র ২০,৯৯৯ টাকায় ১২ জিবি র্যাম এবং কার্ভড ডিসপ্লে অফার করে।
জানিয়ে রাখি যে, রিয়েলমি পি১ প্রো ৫জি দুটি কালারে এসেছে - ফিনিক্স রেড এবং প্যারট ব্লু। এটি এখন মোট তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা, ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা এবং ১২ জিবি + ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা।
Realme P1 Pro 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার
Realme P1 Pro 5G ডিভাইসে ৬.৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড ওএলইডি ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯৫০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৫ রেটিং পেয়েছে। Realme P1 Pro 5G অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে এবং এটি দুটি ওএস আপগ্রেড পাবে।
ফটোগ্রাফির জন্য, এই রিয়েলমি ফোনে ওআইএস সাপোর্ট সহ ৫০-মেগাপিক্সেল সনি এলওয়াইটি -৬০০ প্রাইমারি রিয়ার ক্যামেরা বর্তমান। এতে রয়েছে লাইট ফিউশন, আল্ট্রা এইচডিআর এবং নাইট আই ফিচার। আবার সাথে ৮-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স উপস্থিত। সেলফি ও ভিডিওর জন্য এই হ্যান্ডসেটে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারির কথা বললে, Realme P1 Pro 5G ফোনে ৪৫ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।