স্টাইলিস ডিজাইন সহ দুর্দান্ত ফিচার, Realme P1 ও Realme P1 Pro আজ প্রথমবার কেনার সুযোগ

গত 15ই এপ্রিল ভারতে আত্মপ্রকাশ করে Realme P1 সিরিজ। এই লাইনআপের অধীনে মোট দুটি ডিভাইস এসেছে, যথা - Realme P1 এবং Realme...
SUMAN 22 April 2024 8:26 PM IST

গত 15ই এপ্রিল ভারতে আত্মপ্রকাশ করে Realme P1 সিরিজ। এই লাইনআপের অধীনে মোট দুটি ডিভাইস এসেছে, যথা - Realme P1 এবং Realme P1 Pro । প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ 22শে এপ্রিল ডিভাইস দুটিকে সংস্থার ওয়েবসাইট (realme.com) এবং ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart -এর মাধ্যমে প্রথমবার এদেশে বিক্রির জন্য উপলব্ধ করা হল। সর্বোপরি লঞ্চ অফারের অংশ হিসাবে ক্রেতারা 2,000 টাকা পর্যন্ত সাশ্রয় করে নিজেদের পছন্দসই হ্যান্ডসেট পকেটস্থ করতে পারবেন। চলুন Realme P1 এবং Realme P1 Pro স্মার্টফোনের দাম, সেল অফার ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ভারতে Realme P1 এবং Realme P1 Pro স্মার্টফোনের দাম ও সেল অফার

এদেশের বাজারে রিয়েলমি পি1 ফোন মোট দুটি স্টোরেজ কনফিগারেশনে এসেছে। যার মধ্যে 6 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম 15,999 টাকা রাখা হয়েছে। আর উচ্চতর 8 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ বিকল্পের দাম থাকছে 18,999 টাকা। অন্যদিকে টপ-এন্ড রিয়েলমি পি1 প্রো মডেলের দাম শুরু হচ্ছে 21,999 টাকা থেকে। এই দাম এর 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এছাড়া এটি 8 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজের সাথেও কেনা যাবে, যার দাম রাখা হয়েছে 22,999 টাকা। সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটি - পিকক গ্রিন ও ফিনিক্স রেড কালারে এসেছে। আর 'প্রো' মডেলটি - ফিনিক্স রেড ও প্যারট ব্লু কালার অপশনে বেছে নেওয়া যাবে।

আগ্রহীরা আজ এই মুহূর্ত থেকেই সংস্থার ওয়েবসাইট (realme.com) এবং অনলাইন শপিং পোর্টাল ফ্লিপকার্ট (Flipkart) -এর মাধ্যমে ফোন দুটি কিনতে পারবেন। এক্ষেত্রে জানিয়ে রাখি, Realme P1 Pro 5G Red Limited নামের বিশেষ সংস্করণটির সেল আজ সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত লাইভ থাকবে৷

এবার আসা যাক লঞ্চ অফারের প্রসঙ্গে। ক্রেতারা Realme P1 5G স্মার্টফোনের এর 6 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ বিকল্পটি কিনলে ফ্লাট 1,000 টাকা ছাড় পেয়ে যাবেন। 8 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ মডেলের সাথে দেওয়া হচ্ছে ফ্লাট 2,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। আবার Realme P1 5G ফোনের উভয় স্টোরেজ অপশনের সাথেই 2,000 টাকার ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট উপলব্ধ। এই ছাড় পেতে আপনাদের ICICI অথবা SBI ব্যাঙ্কের ক্ৰেডিট বা ডেভিড কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

Realme P1 ও Realme P1 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন

আল্ট্রা স্লিম বডি ও সূর্যের আলোতে চকচক করে এমন উজ্জ্বল ডিজাইন প্যাটার্নের সাথে লঞ্চ হয়েছে রিয়েলমি পি1 সিরিজ। উভয় ফোনই মাইক্রো-ক্রিস্টাল স্প্যারো ফিচার টেক্সচার এবং বড় গোলাকার 3ডি এলডিআই (3D LDI) টেক্সচার ডিজাইনের সাথে এসেছে। সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থা রিয়েলমি পি1 7.91 মিমি পুরু, ওজনে 188 গ্রাম এবং জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP54 রেটিং প্রাপ্ত। অন্যদিকে উচ্চতর রিয়েলমি পি1 প্রো ফোন 8.35 মিমি পাতলা এবং ওজনে 184 গ্রাম। এটি IP65 রেটিং যুক্ত বডি চ্যাসিস অফার করে।

রিয়েলমি পি1 ফোনে 6.67-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 100% পি3 কালার গ্যামেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং 2,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। অন্যদিকে, রিয়েলমি পি1 প্রো মডেলটি 6.7-ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED টাচস্ক্রিনের সাথে এসেছে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ, টাচ স্যাম্পলিং রেট 240 হার্টজ, এবং ব্রাইটনেস 950 নিট পিক। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে 8 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ যুক্ত। অন্যদিকে, 'প্রো' ভ্যারিয়েন্টে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপসেট। এটি স্ট্যান্ডার্ড মডেলের অনুরূপ স্টোরেজ কনফিগারেশন অফার করে। উভয় ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রিয়েলমি ইউআই 5.0 কাস্টম স্কিনে রান করে এবং অতিরিক্তভাবে 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম ফিচার সাপোর্ট করে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, Realme P1 ফোনে - 50 মেগাপিক্সেল Samsung JN1 প্রাইমারি সেন্সর + 2 মেগাপিক্সেল B&W সেন্সর যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এর ডিসপ্লের উপরিভাগে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষ্যণীয়। অন্যদিকে, Realme P1 Pro ফোনেও ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট আছে, তবে ভিন্ন রেজোলিউশনের সাথে। যথা - OIS সমর্থিত 50 মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর + 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা মিলবে।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, সিরিজের ডিভাইসগুলিতে নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং উন্নত সাউন্ড সরবরাহের ক্ষেত্রে হাই-রেস ডুয়েল স্পিকার সিস্টেম পাওয়া যাবে। আবার ডিভাইসগুলি যাতে গরম না হয়ে যায় তার জন্য ভ্যাপার চেম্বার হিট ডিসিপেশন সিস্টেম ও 3ডি ভিসি কুলিং সিস্টেম বর্তমান। এছাড়া Realme P1 এবং Realme P1 Pro স্মার্টফোনে শক্তিশালী 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা 45 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story