2000 টাকা ডিসকাউন্ট, ফাটাফাটি ফিচারের Realme P2 Pro 5G ফোনের সেল শুরু হল

চলতি মাসের মাঝামাঝি সময়ে ভারতে লঞ্চ হয়েছিল Realme P2 Pro 5G। আর আজ ফোনটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। দুপুর ১২টায়...
ANKITA 26 Sept 2024 12:17 PM IST

চলতি মাসের মাঝামাঝি সময়ে ভারতে লঞ্চ হয়েছিল Realme P2 Pro 5G। আর আজ ফোনটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। দুপুর ১২টায় ভিডাইসটি Flipkart ও realme.com থেকে কেনা যাবে। ক্রেতারা সেল অফার হিসেবে Realme P2 Pro 5G কিছুটা সস্তায় কিনতে পারবেন। ফিচারের কথা বললে, এই স্মার্টফোনে‌ আছে ৫,২০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও কার্ভড অ্যামোলেড ডিসপ্লে।

Realme P2 Pro 5G এর ভারতে দাম ও সেল অফার

রিয়েলমি পি২ প্রো ৫জি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। এটি প্যারট গ্রিন এবং ঈগল গ্রে কালারে এসেছে।

সেল অফার হিসেবে রিয়েলমি পি২ প্রো ৫জি এর সাথে ২,০০০ টাকা ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ১,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার ফোনটি ইএমআই-এ কেনা যাবে।

Realme P2 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Realme P2 Pro 5G ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সনি এলওয়াইটি-৬০০ প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স রয়েছে।

আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এর সামনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২,০০০ নিট পিক ব্রাইটনেস এবং প্রো-এক্সডিআর সাপোর্ট অফার করে৷

Realme P2 Pro 5G স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। তাপ নিয়ন্ত্রণের জন্য এই ডিভাইসে ভিসি কুলিং সিস্টেম উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে ৫,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে রিভার্স চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story