Realme P2 Pro 5G লঞ্চ হবে 13 সেপ্টেম্বর, সস্তায় পাবেন 80W সুপারফাস্ট চার্জিং এবং দুর্দান্ত অ্যামোলেড ডিসপ্লে
Realme P2 Pro 5G-এর লঞ্চ ডেট অবশেষে ঘোষণা করল রিয়েলমি ইন্ডিয়া। এটি গত এপ্রিলে ভারতে লঞ্চ হওয়া বাজেট-ফোকাসড Realme P...Realme P2 Pro 5G-এর লঞ্চ ডেট অবশেষে ঘোষণা করল রিয়েলমি ইন্ডিয়া। এটি গত এপ্রিলে ভারতে লঞ্চ হওয়া বাজেট-ফোকাসড Realme P সিরিজের সেকেন্ড জেনারেশন মডেল। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS ওয়েবসাইটে হাজির হওয়ার পরেই ফোনটির লঞ্চের তারিখ প্রকাশ করেছে সংস্থা। পাশাপাশি Realme P2 Pro 5G-এর ডিজাইন, চার্জিং ও ডিসপ্লে ডিটেলস সামনে আনা হয়েছে।
Realme P2 Pro 5G ভারতে কবে লঞ্চ হবে
রিয়েলমির এই নতুন ফোনটি ভারতে 13 সেপ্টেম্বর দুপুর বারোটার সময় লঞ্চ হবে। এটি ফ্লিপকার্ট ও রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে কিনতে পাওয়া যাবে। প্রসঙ্গত, Realme P সিরিজে দু'টি ফোন এসেছিল - Realme P1 ও Realme P2 Pro। তবে এবার Realme P2 লঞ্চ হবে কিনা সেই সম্পর্কে কিছু জানা যায়নি।
আরও পড়ুন : রতন টাটার স্বপ্নপূরণ! সুরক্ষিত গাড়ি তৈরির জন্য সেরার শিরোপা জিতল Tata Motors
Realme P2 Pro 5G ডিজাইন ও স্পেসিফিকেশন
রিয়েলমি পি2 প্রো 5G-তে কার্ভড ডিসপ্লে ও ফোনের চারিদিকে গোল্ডেন ফ্রেম রয়েছে। ব্যাক প্যানেলে ক্যামেরা মডিউলটি চৌকো ও সেখানে তিনটি ক্যামেরা সেন্সর বর্তমান। টিজারে ফোনটিকে সবুজ রঙে দেখা গিয়েছে, তবে লঞ্চের সময় আরও কালার অপশনের ঘোষণা হতে পারে। প্রসঙ্গত, ফোনটির ডিজাইন অনেকটা Realme Narzo 70 Turbo-র মতো, যা 9 সেপ্টেম্বর এদেশে লঞ্চ হবে।
আরও পড়ুন : বিশ্বের প্রথম ট্রান্সপারেন্ট ডিজাইনের ট্যাব Red Magic Gaming Pad আগামীকাল লঞ্চ হবে
Realme P2 Pro 5G 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি সেগমেন্টের একমাত্র 80W ফাস্ট চার্জিং ফোন বলে দাবি কোম্পানির। এছাড়াও, স্মার্টফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে।