Realme: রিয়েলমির বাজেট ফোনে 512 জিবি স্টোরেজ, লঞ্চের আগে দেখা গেল BIS সাইটে

Realme P1 সিরিজ গত এপ্রিলে ভারতে লঞ্চ হয়েছিল। চার মাসের মধ্যেই এর আপগ্রেড ভার্সনের আগমনের খবর প্রকাশ হল। Realme P2 সিরিজ খুব শীঘ্রই এদেশের বাজারে…

realme p2 pro bis listing specifications launch expected

Realme P1 সিরিজ গত এপ্রিলে ভারতে লঞ্চ হয়েছিল। চার মাসের মধ্যেই এর আপগ্রেড ভার্সনের আগমনের খবর প্রকাশ হল। Realme P2 সিরিজ খুব শীঘ্রই এদেশের বাজারে পা রাখবে বলে আশা করা হচ্ছে। কারণ Realme P2 Pro ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। উল্লেখ্য, ফোনটির স্টোরেজ, র‍্যাম, ও কালার অপশন দিনকয়েক আগেই ফাঁস হয়েছে।

BIS সাইটে RMX3987 মডেল নম্বরের সঙ্গে Realme P2 Pro তালিকাভুক্ত হয়েছে। স্পেসিফিকেশন সর্ম্পকিত কোনও তথ্য সেখান থেকে সামনে আসেনি, শুধু ভারতে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। জানিয়ে রাখি, রিয়েলমি এখনও ডিভাইসটিকে অফিশিয়ালি টিজ করেনি। তবে সংস্থা যে ভাবে ঘন ঘন ফোন লঞ্চ করছে, তাতে বেশি দিন অপেক্ষা করতে হবে না।

Realme P2 Pro চারটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে – 8 জিবি + 128 জিবি, 8 জিবি + 256 জিবি, 12 জিবি + 256 জিবি, ও 12 জিবি 512 জিবি। শেষের 512 জিবি নতুন সংযোজন। কারণ Realme P1 Pro সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ অপশনে পাওয়া যায়। P2 Pro গ্রীন ও গ্রে কালার স্কিমে আসবে। যেখানে P1 Pro প্যারট ব্লু এবং ফিনিক্স রেড কালারে উপলব্ধ।

Realme P2 Pro সর্ম্পকে এর থেকে বেশি তথ্য সামনে আসেনি। এটি P1 Pro-র তুলনায় আপগ্রেড অফার করবে। 20,000 টাকার মধ্যে P2 স্মার্টফোনের সঙ্গে লঞ্চ হতে পারে। মনে করিয়ে দিই, Realme P1 Pro ফোনে 6.7 ইঞ্চি 120hz ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর, 50MP প্রাইমারি ক্যামেরা, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও 45W ফাস্ট চার্জিং সহ 5,000mah ব্যাটারি বর্তমান।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন