সলিড পারফরম্যান্স মিলবে Realme-র নতুন ফোনে, পাওয়ারফুল প্রসেসর, প্রচুর র্যাম
রিয়েলমি চলতি সপ্তাহে ভারতীয় বাজারে লঞ্চ করতে চলেছে তাদের নতুন Realme P2 Pro স্মার্টফোনটি। লঞ্চের আগে এই হ্যান্ডসেটটি এখন Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে হাজির হয়েছে।
রিয়েলমি আগামী 13 সেপ্টেম্বর ভারতে তাদের সাম্প্রতিক P সিরিজের অধীনে Realme P2 Pro স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। তবে অফিসিয়াল লঞ্চের আগে এখন ফোনটি কিছু মূল স্পেসিফিকেশন প্রকাশ করে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চ মার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। এই লিস্টিং থেকে Realme P2 Pro সর্ম্পকে কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।
Realme P2 Pro ফোনটিকে দেখা Geekbench ডেটাবেসে
RMX3987 মডেল নম্বর সহ রিয়েলমি পি2 প্রো ফোনটি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এটি ডেটাবেসের সিঙ্গেল-কোর টেস্টে 866 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 2,811 পয়েন্ট স্কোর করেছে। এছাড়াও বেঞ্চমার্ক তালিকাটি প্রকাশ করেছে যে, ফোনটি 12 জিবি র্যাম সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 চিপসেট দ্বারা চালিত হবে। ফলে ডিভাইসটি দৃঢ় কর্মক্ষমতা প্রদান করবে বলে আশা করা যায়। প্রসঙ্গত, রিয়েলমি পি2 প্রো স্মার্টফোনটি সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) দ্বারা অনুমোদিত হয়েছে, যা ভারতে এর আসন্ন লঞ্চ নিশ্চিত করেছে।
আরও পড়ুন : পুজোর আগেই 5000 টাকা সস্তা Realme GT 6T, অসাধারণ ক্যামেরা সহ রয়েছে ফাস্ট চার্জিং
এদিকে, রিয়েলমি ইতিমধ্যেই প্রকাশ করেছে যে, Realme P2 Pro ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং পাঞ্চ-হোল কাটআউট সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। ডিভাইসটিতে গোল্ডেন রিং সহ একটি স্বতন্ত্র ডিম্বাকৃতির ক্যামেরা মডিউল দেখা যাবে, যা এবছর লঞ্চ হওয়া অন্যান্য রিয়েলমি মডেলের কথা মনে করিয়ে দেয়।
আরও পড়ুন : নতুন নতুন ফিচার সহ এই iPhone মডেলগুলিতে আসছে iOS 18 আপডেট, দেখুন লিস্ট
Realme P2 Pro ফোনের ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ডুয়েল ক্যামেরা সিস্টেম অন্তর্ভুক্ত থাকব বলে আশা করা হচ্ছে। আর রিয়েলমি দাবি করেছে যে এটি 80 ওয়াট আল্ট্রা চার্জিং প্রযুক্তি অফার করার জন্য তার সেগমেন্টের প্রথম স্মার্টফোন হবে। একবার 5 মিনিটের চার্জ 1.5 ঘন্টা গেমিং, 24 ঘন্টা মিউজিক প্লেব্যাক বা 3.5 ঘন্টা মুভি প্লেব্যাক অফার করতে পারবে। ভারতের বাজারে Realme P2 Pro হ্যান্ডসেটের দাম 20,000 টাকার মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।
রিয়েলমি চলতি সপ্তাহে ভারতীয় বাজারে লঞ্চ করতে চলেছে তাদের নতুন Realme P2 Pro স্মার্টফোনটি। লঞ্চের আগে এই হ্যান্ডসেটটি এখন Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে হাজির হয়েছে।