Realme Pad Mini: রিয়েলমির নয়া ট্যাব লঞ্চ হল, পাওয়ারব্যাঙ্ক হিসাবেও ব্যবহার করা যাবে, দাম এবং ফিচার সম্পর্কে জেনে নিন
রিয়েলমি ফিলিপাইনে একটি নতুন ট্যাবলেট লঞ্চের ঘোষণা করল। সংস্থাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে Realme Pad Mini নিয়ে হাজির...রিয়েলমি ফিলিপাইনে একটি নতুন ট্যাবলেট লঞ্চের ঘোষণা করল। সংস্থাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে Realme Pad Mini নিয়ে হাজির হয়েছে। প্রিমিয়াম সেগমেন্টে নয়, সাধারণ গ্রাহকদের লক্ষ্য করেই ট্যাবটির আত্মপ্রকাশ ঘটেছে। রিয়েলমি প্যাডের নয়া মিনি ভার্সন শীঘ্রই ভারতেও লঞ্চ হবে বলে আশা করা যায়। তবে এই প্রসঙ্গে সংস্থা এখনও কিছু জানায়নি।
Realme Pad Mini ট্যাবলেটের হাইলাইটগুলি হল থিক বেজেল-সহ বড় ডিসপ্লে, স্লিম ডিজাইন (৭.৬ মিমি পাতলা), ডুয়াল স্পিকার, ফাস্ট-চার্জিং সাপোর্ট, এবং ১ টেরাবাইট পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সম্প্রসারণের সুবিধা।
Realme Pad Mini দাম
রিয়েলমি প্যাড মিনি ট্যাবের প্রারম্ভিক দাম ৯৯৯০ পেসো (প্রায় ১৪,৭০০ টাকা)। এটি ৩ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজের মূল্য। ডিভাইসটি ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনেও উপলব্ধ৷ দাম ১১৯৯০ পেসো (প্রায় ১৭,৬০০ টাকা)। এটি সিলভার ও ব্লু কালার অপশনে এসেছে।
Realme Pad Mini স্পেসিফিকেশন ও ফিচার
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত রিয়েলমি প্যাড মিনি ৮.৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন এইচডি ও স্ক্রিন-টু-বডি রেশিও ৮৪.৫৯ শতাংশ। ট্যাবটির ভিতরে ৬,৪০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। একই সাথে রিভার্স চার্জিংয়ের সমর্থন নিয়ে এসেছে এটি। অর্থাৎ ইউএসবি কেবলের মাধ্যমে স্মার্টফোন বা অন্যান্য ডিভাইসও চার্জ করা যাবে।
রিয়েলমি প্যাড মিনিতে ইউনিসক টি৬১৬ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির থেকে বলা ভাল হরেক রকমের ডকুমেন্ট স্ক্যান করার জন্য রিয়েলমি প্যাড মিনির পিছনে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা আছে। তবে এলইডি ফ্ল্যাশ অনুপস্থিত। ভিডিয়ো কলের জন্য ট্যাবটির সামনে একটি ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। এছাড়া এই ট্যাবে রিয়েলমি ২.০ কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা হয়েছে।