Realme Pad X, Realme Flat Monitor ভারতে দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হল, দাম, সেলের তারিখ দেখে নিন
আজ (২৬ জুলাই) রিয়েলমি ভারতের বাজারে লঞ্চ করেছে তাদের নতুন প্রিমিয়াম ট্যাবলেট, Realme Pad X। কোম্পানির লেটেস্ট এই...আজ (২৬ জুলাই) রিয়েলমি ভারতের বাজারে লঞ্চ করেছে তাদের নতুন প্রিমিয়াম ট্যাবলেট, Realme Pad X। কোম্পানির লেটেস্ট এই ট্যাবটি Qualcomm Snapdragon 695 প্রসেসর দ্বারা চালিত এবং এটি রিয়েলমির প্রথম ট্যাবলেট যা ৫জি সংযোগ প্রদান করে। এতে ১১ ইঞ্চির WUXGA+ রেজোলিউশনের ডিসপ্লে এবং একটি কোয়াড স্পিকার সেটআপ বর্তমান। Realme Pad X ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৮,৩৪০ ক্ষমতাসম্পন্ন এমএএইচ ব্যাটারি অফার করে। এছাড়া, এটি Realme Pencil এবং Realme Smart Keyboard-এর মতো অ্যাক্সেসরিজগুলিও সাপোর্ট করে। প্রসঙ্গত, আজকের এই লঞ্চ ইভেন্টে সংস্থা Realme Pad X-এর সাথেই Realme Flat Monitor-টিও উন্মোচন করেছে। চলুন এই নয়া রিয়েলমি ডিভাইসগুলির দাম, ফিচার ও স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ভারতে রিয়েলমি প্যাড এক্স এবং রিয়েলমি ফ্ল্যাট মনিটরের দাম ও লভ্যতা (Realme Pad X and Realme Flat Monitor Price in India)
ভারতে রিয়েলমি প্যাড এক্স-এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা, যা ওয়াই-ফাই সংযোগ অফার করে। আবার একই কনফিগারেশনের ৫জি-এনাবল মডেলটির মূল্য ২৫,৯৯৯ টাকা। অন্যদিকে, ৫জি সংযোগ সহ ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। ট্যাবলেটটি ফ্লিপকার্ট (Flipkart), রিয়েলমির অফিসিয়াল সাইট (Realme.com) এবং অফলাইন খুচরো আউটলেটগুলি থেকে গ্লেসিয়ার ব্লু এবং গ্লোয়িং গ্রে-এই দুটি আকর্ষণীয় কালার অপশনে কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে, রিয়েলমি প্যাড এক্স-এর প্রথম সেলের সময় এসবিআই (SBI) এবং এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে তিনটি ভ্যারিয়েন্টের ওপরই ২,০০০ টাকার ছাড় পাওয়া যাবে। সেলটি আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে।
এছাড়া, রিয়েলমি পেন্সিল-এর দাম ৫,৪৯৯ টাকা এবং রিয়েলমি স্মার্ট কীবোর্ডটি ৪,৯৯৯ টাকায় কেনা যাবে। এগুলি কবে থেকে ভারতে বিক্রি করা হবে তা এখনও ঘোষণা করেনি সংস্থা।
এদিকে, রিয়েলমি ফ্ল্যাট মনিটর-এর দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। কোম্পানি নিশ্চিত করেছে যে, এটি ফ্লিপকার্ট (Flipkart) ও রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট (Realme.com)-এর মাধ্যমে শুধুমাত্র ব্ল্যাক কালার অপশনে কেনার জন্য উপলব্ধ হবে। আগামী ২৯ জুলাই আয়োজিত প্রথম সেলে রিয়েলমি ফ্ল্যাট মনিটরটি মাত্র ১০,৯৯৯ টাকার ডিসকাউন্টেড মূল্যে কেনা যাবে।
রিয়েলমি প্যাড এক্স- এর স্পেসিফিকেশন (Realme Pad X Specifications)
রিয়েলমি প্যাড এক্স ডাব্লিউইউএক্সজিএ+ (১,২০০x২,০০পিক্সেল) রেজোলিউশন সহ ১১ ইঞ্চির ডিসপ্লে সহ এসেছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে সর্বাধিক ৬ জিবি র্যাম যুক্ত রয়েছে। রিয়েলমি জানিয়েছে, উন্নত কর্মক্ষমতার জন্য ট্যাবটি ভার্চুয়াল র্যাম হিসাবে ৫ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ ব্যবহার করতে পারে। রিয়েলমি প্যাড এক্স-এ ১২৮ পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ রয়েছে, যা একটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক প্যাডের জন্য নির্ধারিত রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিনে রান করে।
ফটো এবং ভিডিওর জন্য, Realme Pad X একটি ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সহ এসেছে। আবার সেলফি এবং ভিডিও কলের জন্য, ট্যাবের সামনে ১০৫ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। অডিওর জন্য, এই নয়া রিয়েলমি প্যাডটি ডলবি অ্যাটমস সাপোর্ট সহ কোয়াড স্পিকার সেটআপ অফার করে।
সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Realme Pad X ৮,৩৪০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, এই ট্যাবে লো-লেটেন্সি Realme Pencil-এর সাপোর্টও মিলবে, যা নোট নিতে বা আঁকার জন্য ব্যবহার করা যাবে। এই স্টাইলাসে ১০.৬ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সহ ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। Pad X-এ Realme Smart Keyboard-ও সাপোর্ট করে, যার ১.৩ মিলিমিটারের কী ট্রাভেলিং ডিস্ট্যান্স রয়েছে এবং কীবোর্ডটি মাল্টিটাস্কিংয়ের জন্য বিভিন্ন কীবোর্ড শর্টকাট এবং কম্বিনেশন সমর্থন করে। এই অ্যাক্সেসরিজগুলি আলাদাভাবে কেনার জন্য উপলব্ধ হবে বলে জানিয়েছে সংস্থা।
রিয়েলমি ফ্ল্যাট মনিটর-এর স্পেসিফিকেশন (Realme Flat Monitor Specifications)
সদ্য লঞ্চ হওয়া Realme Flat Monitor-এ ২৩.৮ ইঞ্চির ফুল-এইচডি (১,৯২০x১,০৮০ পিক্সেল) বেজেল-লেস এলইডি প্যানেল রয়েছে, যা ৭৫ হার্টজ রিফ্রেশ রেট, ২৫০ নিট পিক ব্রাইটনেস এবং ৮ মিলিসেকেন্ডের রেসপন্স টাইম অফার করে। এই মনিটরের কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল রয়েছে একটি এইচডিএমআই ১.৪ পোর্ট, একটি ভিজিএ পোর্ট এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। Realme Flat Monitor-এর পুরুত্ব ৬.৯ মিলিমিটার।