Realme Republic Day সেলে অফারের হরিলুট, 14999 টাকার 108 মেগাপিক্সেল ক্যামেরার 5G ফোন

২৬ শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস হলো ভারতবাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। আর এই দিনের গৌরবের কথা মাথায় রেখে...
techgup 26 Jan 2024 1:50 PM IST

২৬ শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস হলো ভারতবাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। আর এই দিনের গৌরবের কথা মাথায় রেখে বিভিন্ন সংস্থা গ্রাহকদের জন্য কিছু অফার নিয়ে এসেছে। যেমন Realme সম্প্রতি তাদের ওয়েবসাইটে Republic Day সেলের ঘোষণা করেছে। যেখানে বিভিন্ন স্মার্টফোনে থাকছে বাম্পার ডিসকাউন্ট। এছাড়াও Realme তাদের লেটেস্ট স্মার্টফোন Realme 11 5G কেনার সময় দিচ্ছে নানান আকর্ষণীয় অফার। তাই আপনি যদি Realme-এর এই লেটেস্ট স্মার্টফোনটি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না।

Realme 11 5G স্মার্টফোনের সাথে কি কি অফার পাওয়া যাচ্ছে?

Realme 11 5G স্মার্টফোনের ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি ১৮,৯৯৯ টাকায় ভারতে লঞ্চ হয়েছিল। কিন্তু এই মুহূর্তে সংস্থাটি ২,০০০ টাকা ছাড় সহ এটিকে ১৬,৯৯৯ টাকায় বিক্রি করছে। এছাড়াও, এইচডিএফসি ব্যাঙ্ক বা এসবিআই কার্ডের মাধ্যমে লেনদেনে ২,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।

Realme 11 5G-এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমির এই ডুয়েল সিম সাপোর্টযুক্ত স্মার্টফোন অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম স্কিনে চলে। আর এতে আছে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস স্যামসাং অ্যামোলেড ডিসপ্লে, যেটি ১০৮০×২৪০০ পিক্সেল রেজোলিউশন অফার করে। ক্যামেরার কথা বললে এতে আছে, ১০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। আবার, ভিডিও কলের জন্য ডিভাইসটিতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও উপস্থিত।

এদিকে Realme 11 5G ডিভাইসে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৬৭ ওয়াট সুপারভোক চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আর এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ডুয়েল সিম সাপোর্ট, ডুয়েল স্ট্যান্ড বাই, ৫ জি কানেক্টিভিটি, ৪জি এলটিই, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.২, এনএফসি, জিপিএস, এ-জিপিএস এবং একটি ইউএসবি টাইপ সি পোর্ট।

Show Full Article
Next Story