Realme RMX3942 'ভুতুড়ে' ফোন পাওয়ারফুল ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে
Realme RMX3942 Camera - টেনা সার্টিফিকেশন সহ জানা গেছে রিয়েলমি আরএমএক্স৩৯৪২ ফোনে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি প্যানেল থাকবে। পারফরম্যান্সের জন্য এতে ২.৩ গিগাহার্টজ ৫জি প্রসেসর দেওয়া হবে।
রিয়েলমি সম্প্রতি তাদের ফ্ল্যাগশিপ ফোন রিয়েলমি জিটি ৭ প্রো লঞ্চ করেছিল। এখন আবার সংস্থাটি আরেকটি ডিভাইসের উপর কাজ শুরু করেছে। যদিও স্মার্টফোনটির নাম জানা যায়নি। তবে RMX3942 মডেল নম্বর সহ রিয়েলমির এই ফোনকে চীনের 3C ও TENAA সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এখান থেকে এর ডিজাইন সহ স্পেসিফিকেশন জানা গেছে। আশা করা যায় নতুন রিয়েলমি হ্যান্ডসেটটি শীঘ্রই বাজারে আসবে।
Realme RMX3942 স্পেসিফিকেশন (লিক)
টেনা সার্টিফিকেশন সহ জানা গেছে রিয়েলমি আরএমএক্স৩৯৪২ ফোনে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি প্যানেল থাকবে। পারফরম্যান্সের জন্য এতে ২.৩ গিগাহার্টজ ৫জি প্রসেসর দেওয়া হবে। যদিও নাম জানা যায়নি। ডিভাইসটি ৪ জিবি, ৬ জিবি, ৮ জিবি, ১২ জিবি র্যাম সহ পাওয়া যাবে। এটি ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি বা ১ টিবি পর্যন্ত স্টোরেজ সহ আসবে।
ফটোগ্রাফির জন্য এতে এলইডি ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটির ওজন হবে ১৯৭ গ্রাম। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৫,৪৬৫ (রেটেড) এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এদিকে থ্রিসি সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে এতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Realme RMX3942 ফোনের ডিজাইন
টেনাতে রিয়েলমির আপকামিং স্মার্টফোনের যে স্কেচ দেখা গেছে তা থেকে স্পষ্ট যে এতে পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। আবার ব্যাক প্যানেলে দুটি গোলাকার আইল্যান্ড উপস্থিত। একটির মধ্যে ক্যামেরা সেন্সর ও আরেকটিতে এলইডি ফ্ল্যাশ দেখা যেতে পারে। ডিভাইসটির ডান দিকে ভলিউম রকার ও পাওয়ার বাটন থাকবে। এই পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা হবে হয়তো।
উল্লেখ্য, রিয়েলমি কয়েকমাসের মধ্যে তাদের নতুন নম্বর সিরিজ অর্থাৎ রিয়েলমি ১৪ লঞ্চ করতে পারে। এছাড়া চীনে রিয়েলমি ভি সিরিজের ফোনও আত্মপ্রকাশ করবে। এই দুই সিরিজের কোনো একটির অধীনে স্মার্টফোনটি আসতে পারে।
Realme RMX3942 Camera - টেনা সার্টিফিকেশন সহ জানা গেছে রিয়েলমি আরএমএক্স৩৯৪২ ফোনে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি প্যানেল থাকবে। পারফরম্যান্সের জন্য এতে ২.৩ গিগাহার্টজ ৫জি প্রসেসর দেওয়া হবে।