Honor ভারতে ফিরছে, Realme ফেরত নতুন CEO-র হাত ধরে স্মার্টফোন মার্কেট দখলের ছক

রিয়েলমি (Realme)-এর বিজনেস অ্যান্ড কর্পোরেট স্ট্র্যাটেজি-এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ কোম্পানি ছাড়তে পারেন।...
Ananya Sarkar 10 Jun 2023 5:13 PM IST

রিয়েলমি (Realme)-এর বিজনেস অ্যান্ড কর্পোরেট স্ট্র্যাটেজি-এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ কোম্পানি ছাড়তে পারেন। তিনি রিয়েলমি থেকে পদত্যাগ করে ভারতে অনর (Honor) ব্র্যান্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসাবে যোগ দেবেন বলে শোনা যাচ্ছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে তেমনটাই দাবি করা হয়েছে। এমনকি, রিয়েলমির ডিরেক্টর-লেভেলের এগজিকিউটিভরাও মাধব শেঠকে অনুসরণ করে অনর ইন্ডিয়াতে যুক্ত হবেন বলে জল্পনা ছড়িয়ে পড়েছে।

Realme ছেড়ে মাধব শেঠ এবার Honor India-এ যোগ দিতে চলেছেন

আইএএনএস (IANS)-এর রিপোর্ট অনুযায়ী, মাধব শেঠ সম্ভবত রিয়েলমির গ্লোবাল ভাইস প্রেসিডেন্টের পদ ছেড়ে অনর ইন্ডিয়ায় যোগ দিতে চলেছেন। চলতি বছরের মার্চ মাসে শেঠকে রিয়েলমির গ্লোবাল ভিপি করা হয়েছিল। অর্থাৎ, তিনি আর কোম্পানির ভারতীয় শাখার সিইও (CEO) পদে ছিলেন না। ভারতে রিয়েলমির পরিচালনার দায়িত্ব নিসার নাইকু এবং দীপেশ পুনামিয়ার ওপর অর্পণ করা হয়েছিল।

প্রসঙ্গত, ২০১৮ সালে রিয়েলমির সূচনার সময় থেকেই মাধব কোম্পানির অংশ ছিলেন এবং উদ্ভাবনী প্রযুক্তির সাথে কনজিউমার প্রোডাক্টগুলিকে লঞ্চ করে ভারতীয় তথা ইউরোপীয় বাজারে ব্র্যান্ডের উপস্থিতি প্রতিষ্ঠায় এক অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছেন। তবে, এই এক্সিকিউটিভ রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজ সহ ভারতে রিয়েলমির সাম্প্রতিক গুরুত্বপূর্ণ লঞ্চ ইভেন্টগুলিতে লক্ষণীয়ভাবে অনুপস্থিত ছিলেন।

মাধব শেঠ একটি উল্লেখযোগ্য সময়ে রিয়েলমি ছাড়ছেন, যখন ভারতীয় স্মার্টফোন মার্কেট বিশেষ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমানে অ্যাপল (Apple) ও স্যামসাং (Samsung) তাদের অবস্থানকে আরও শক্তপোক্ত করছে। ফলে, চীনা ব্র্যান্ডগুলি ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। চীনা প্রযুক্তি সংস্থা হুয়াওয়ে (Huawei) অনরের স্মার্টফোন ব্যবসাটি ২০২০ সালে চীন-ভিত্তিক শেনঝেন নিউ ইনফরমেশন টেকনোলজি কো লিমিটেড (Shenzhen Zhixin New Information Technology Co Ltd)-এর কাছে বিক্রি করে দিয়েছে।

উল্লেখ্য, ভারতে অনেকদিন অনর এর নতুন পণ্য লঞ্চ হয়নি। ফলে মাধব শেঠের হাত ধরে সংস্থাটির দেশে কামব্যাকের জল্পনা তীব্র হয়েছে। যদিও রিয়েলমি এবং অনর উভয়ই সংস্থাই এই পদক্ষেপটির বিষয়ে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। মাধব শেঠও চুপ আছেন। তবে ভবিষ্যতে তার দৃঢ় নেতৃত্বে ভারতীয় বাজারে অনরের উত্থান কতটা হয়, তা-ই এখন দেখার।

Show Full Article
Next Story