5G লঞ্চ হতেই কোমর বেঁধে নামছে Realme, আসছে Dimensity 1080 ও SD8+ GEN 1 প্রসেসরের ফোন

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি (Realme) আগামী মাসে বেশ কয়েকটি নতুন হ্যান্ডসেট বাজারে লঞ্চ করবে বলে আশা করা...
Ananya Sarkar 17 Oct 2022 10:57 PM IST

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি (Realme) আগামী মাসে বেশ কয়েকটি নতুন হ্যান্ডসেট বাজারে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে যেসব রিপোর্টগুলি প্রকাশিত হয়েছে, সেগুলি ইঙ্গিত করছে যে, কোম্পানিটি বর্তমানে পরবর্তী প্রজন্মের Realme 10 সিরিজভুক্ত ডিভাইসগুলি লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে। এছাড়াও, রিয়েলমির অন্যান্য ফোনও আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। আর এখন এক জনপ্রিয় টিপস্টার এই আসন্ন রিয়েলমি হ্যান্ডসেটগুলির মধ্যে দুটি মডেলের চিপসেট সম্পর্কে জানিয়েছেন। চলুন এসম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল দুটি আসন্ন Realme ফোনের প্রসেসরের বিবরণ

সম্প্রতি সুপরিচিত টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো (Weibo)-এর একটি পোস্টে জানিয়েছেন যে, রিয়েলমি খুব শীঘ্রই চীনে একটি মিড-রেঞ্জ এবং একটি হাই-মিড-রেঞ্জের স্মার্টফোন লঞ্চ করবে। এই ডিভাইসগুলি যথাক্রমে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে।

প্রসঙ্গত, উল্লিখিত রিয়েলমি ফোনগুলির দাম প্রতিযোগিতামূলক হবে বলে আশা করা হচ্ছে। এগুলি উচ্চ রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে, বিশাল ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করবে। তবে, ডিজিট্যাল চ্যাট স্টেশন এই নয়া ডিভাইসগুলির নাম প্রকাশ করেননি। এমনকি, কোনও কারণবশতঃ তিনি এই ওয়েইবো পোস্টটিও ডিলিট করে দিয়েছেন।

তবে শোনা যাচ্ছে, টিপস্টারের উল্লেখ করা MediaTek Dimensity 1080 চিপ যুক্ত হ্যান্ডসেটটি সম্প্রতি ফাঁস হওয়া Realme 10 Pro+ হতে পারে। চীনে, এই ফোনটি Realme Q সিরিজের অধীনে লঞ্চ হবে বলে জানা গেছে। অন্যদিকে, Snapdragon 8 Plus Gen 1 যুক্ত ডিভাইসটি হতে পারে আসন্ন Realme GT Neo 4, যেটিতে হাই-ফ্রিকোয়েন্সি প্লাস উইডথ মডিউলেশন (PWM) সহ ১.৫কে (1.5K) ডিসপ্লে থাকবে।

Show Full Article
Next Story