Realme V50: 12 জিবি র‍্যামের সস্তা ফোন আনছে রিয়েলমি, থাকবে তিনটি ক্যামেরা

রিয়েলমি (Realme) চীনে নতুন একটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি শুরু করেছে৷ যা Realme V50 নামে...
Ananya Sarkar 11 Sept 2023 7:32 PM IST

রিয়েলমি (Realme) চীনে নতুন একটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি শুরু করেছে৷ যা Realme V50 নামে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি এখন চীনের অন্যতম প্রধান সার্টিফিকেশন সাইট টেনা (TENAA)-এ দেখা গেছে। লিস্টিংটি Realme V50-এর সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছে। তাহলে কী কী জানা গেল, চলুন জেনে নেওয়া যাক।

Realme V50-এর স্পেসিফিকেশন ফাঁস

RMX3781 এবং RMX3783 মডেল নম্বর সহ দুটি নতুন রিয়েলমি স্মার্টফোন চীনের টেনা (TENAA) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন লাভ করেছে। এই ফোনগুলি ব্র্যান্ডের রিয়েলমি ভি৫০ লাইনআপের অংশ হতে পারে। জল্পনা আরও দৃঢ় হয়েছে টেনা-তে প্রকাশিত RMX3783-এর ছবিটির জন্য, যা সম্প্রতি আইএমইআই (IMEI) ডেটাবেসে দেখতে পাওয়া রিয়েলমি ভি৫০-এর অনুরূপ ডিজাইন প্রদর্শন করেছে। টেনা লিস্টিং অনুযায়ী, ডিভাইসটি ৭.৮৯ মিলিমিটার স্লিম হবে এবং ওজন হবে ১৯০ গ্রাম।

আবার, ফোনটির সামনের অংশে ৬.৭২ ইঞ্চির আইপিএস এলটিপিএস এলসিডি প্যানেল থাকবে বলে তালিকায় উল্লেখ করা হয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ওএস ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) কাস্টম স্কিনে রান করতে পারে। স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০প্লাস প্রসেসর দ্বারা চালিত হবে, যা ৪ জিবি/৬ জিবি/৮ জিবি/ ১২ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি/ ১২৮ জিবি/ ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Realme V50 বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা সম্ভবত ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনের পিছনে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যাবে। আর সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে। Realme V50 চলতি মাসের শেষের দিকেই চীনে আত্মপ্রকাশ করতে পারে।

Show Full Article
Next Story