সস্তায় Realme Watch 3 স্মার্টওয়াচ, Buds Air 3 Neo, Buds Wireless 2S ইয়ারফোন ভারতে লঞ্চ হল

ভারতীয় বাজারে তিনটি নতুন স্মার্ট ডিভাইস নিয়ে আসলো Realme। এগুলি হল Realme Watch 3 স্মার্টওয়াচ, Buds Air 3 Neo ট্রু...
techgup 27 July 2022 2:48 PM IST

ভারতীয় বাজারে তিনটি নতুন স্মার্ট ডিভাইস নিয়ে আসলো Realme। এগুলি হল Realme Watch 3 স্মার্টওয়াচ, Buds Air 3 Neo ট্রু ওয়্যারলেস ইয়ারফোন এবং Buds Wireless 2S নেকব্যান্ড স্টাইলের ওয়্যারলেস ইয়ারফোন। নতুন এই ডিভাইসগুলি সংস্থার স্মার্ট গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ রেঞ্জের অন্তর্ভুক্ত, যা স্মার্টফোনের সহযোগী ডিভাইস হিসেবে ব্যবহারযোগ্য। তাছাড়া দামের দিক থেকেও ডিভাইসগুলি সাশ্রয়ী। এর মধ্যে Realme Watch 3 স্মার্টওয়াচটি ব্লুটুথ কলিং ফিচারের সাথে এসেছে। তাছাড়া Realme Buds Air 3 Neo ডলবি আটমস অডিও সাপোর্ট এবং Realme Buds Wireless 2S ব্লুটুথ ৫.৩ । চলুন দেখে নেওয়া যাক নতুন এই তিনটি ডিভাইসের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য।

Realme Watch 3, Buds Air 3 Neo, Buds Wireless 2S এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে রিয়েলমি ওয়াচ ৩ স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে ৩,৪৯৯ টাকা। তবে প্রারম্ভিক অফারে এটি পাওয়া যাবে ২,৯৯৯ টাকায়। সংস্থার নিজস্ব স্টোর ছাড়াও ই-কমার্স সাইট ফ্লিপকার্টে আগামী ৩ আগস্ট থেকে এটি কিনতে পাওয়া যাবে।

অন্যদিকে রিয়েলমি বাডস এয়ার ৩ নিও ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,৯৯৯ টাকা এবং বাডস ওয়্যারলেস ২এস ইয়ারফোনের দাম রাখা হয়েছে ১,৪৯৯ টাকা। যদিও প্রারম্ভিক অফারে ইয়ারফোন দুটির দাম পড়বে যথাক্রমে ১,৬৯৯ টাকা এবং ১,২৯৯ টাকা। বাডস এয়ার ৩ নিও ইয়ারফোনটি Realme.com, ফ্লিপকার্ট এবং সংস্থার নিজস্ব অফলাইন স্টোরে আজ ২৭ জুলাই থেকে পাওয়া যাবে, অন্যদিকে বাডস ওয়্যারলেস ২এস ইয়ারফোন Realme.com, ফ্লিপকার্ট, অ্যামাজন এবং অফলাইন স্টোরে ইতিমধ্যেই বিক্রির জন্য উপলব্ধ।

Realme Watch 3 স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

নতুন রিয়েলমি ওয়াচ ৩ স্মার্টওয়াচের উল্লেখযোগ্য ফিচার হল এতে ব্লুটুথ কলিং টেকনোলজি সাপোর্ট করবে। তার জন্য ইয়ারফোনটিতে ইন-বিল্ট মাইক্রোফোন এবং স্পিকার সিস্টেম উপলব্ধ। তাই নিকটবর্তী স্মার্টফোনের সাথে এটি যুক্ত হয়ে গেলে হ্যান্ডস ফ্রি স্পিকার ডিভাইস হিসেবে কাজ করবে ঘড়িটি। তাছাড়া এতে দেওয়া হয়েছে ১.৮ ইঞ্চি টিএফটি এলসিডি টাচ স্ক্রীন, যার রেজোলিউশন ২৪০x২৮৬ পিক্সেল।

অন্যদিকে নতুন এই স্মার্টওয়াচে রয়েছে হার্ট রেট সেন্সর, SpO2 মনিটর, স্টেপ এবং স্লিপ ট্র্যাকার সহ ১১০ টি ফিটনেস মোড। উপরন্তু এতে ব্যবহৃত হয়েছে ৩৪০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে সাতদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। তদুপরি ঘড়িটিতে ১০০ টিরও বেশী ওয়াচফেস উপস্থিত। তার পরেও কম্পানিয়ন অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী তাদের পছন্দমতো অতিরিক্ত ওয়াচফেস ডাউনলোড করে নিতে পারবেন।

Realme Buds Air 3 Neo ট্রু ওয়্যারলেস ইয়ারফোনের স্পেসিফিকেশন

আগেই বলা হয়েছে রিয়েলমি বাডস এয়ার ৩ নিও ইয়ারফোনটি বাজেট রেঞ্জে এসেছে এবং এটি সম্প্রতি লঞ্চ হওয়ার রিয়েলমি বাডস এয়ার ৩ ইয়ারফোনার উত্তরসূরী। এই নয়া এই ইয়ারফোনে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার অনুপস্থিত থাকলেও রয়েছে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন। তাছাড়া নতুন ইয়ারফোনটিতে ডলবি অ্যাটমস সাউন্ড কোয়ালিটি সাপোর্ট করবে। এমনকি পূর্বসূরী তুলনায় সামান্য ডিজাইন পরিবর্তন করে এসেছে নতুন এই ইয়ারফোন। এর চার্জিং কেসে রয়েছে ট্রানসলুসেন্ট লিড এবং বাডগুলির স্টেমের দৈর্ঘ্য কিছুটা কম। তাছাড়া এতে ব্যবহৃত হয়েছে ১০ এমএম ডায়নামিক ড্রাইভার, টাচ কন্ট্রোল এবং একবার চার্জে ইয়ারবাডগুলি ৭ ঘণ্টা এবং কেস সমেত মোট ৩০ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। উপরন্তু টাইপ সি চার্জারের মাধ্যমে এটিকে চার্জ দেওয়া যাবে।

Realme Buds Wireless 2S নেকব্যান্ড স্টাইলের ওয়্যারলেস ইয়ারফোনের স্পেসিফিকেশন

রিয়েলমি বাডস ওয়্যারলেস ২এস নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোনটি ব্ল্যাক, ইয়েলো এবং ব্লু কালার অপশনে এসেছে। এতে ব্যবহৃত হয়েছে ১১.২ এমএম ডাইনামিক ড্রাইভার। সেইসঙ্গে এর কানেক্টিভিটি অপশনে শামিল হয়েছে ব্লুটুথ ৫.৩। শুধু তাই নয়, ইয়ারফোনটিতে ইএনসি ফিচার, ডুয়েল ডিভাইস ফাস্ট সুইচিং টেকনোলজি উপলব্ধ। উপরন্তু ইয়ারফোনটি অ্যাপ সাপোর্ট করবে।

Show Full Article
Next Story