একাধিক নতুন ফিচার সহ নয়া থিম ডিজাইন, এই Realme ফোনে এল Android 13 আপডেট
গতবছর ডিসেম্বরে Realme X7 Max 5G ফোনের জন্য Android 13 ভিত্তিক Realme UI 4.0 কাস্টম স্কিনের ওপেন বিটা টেস্টিং শুরু হয়।...গতবছর ডিসেম্বরে Realme X7 Max 5G ফোনের জন্য Android 13 ভিত্তিক Realme UI 4.0 কাস্টম স্কিনের ওপেন বিটা টেস্টিং শুরু হয়। এখন ব্র্যান্ডটি ফোনটির ব্যবহারকারীদের জন্য এই সফটওয়্যারের স্টেবল ভার্সন রোলআউট করল। সারা বিশ্বের Realme X7 Max 5G ব্যবহারকারীরা নতুন আপডেট পেতে শুরু করেছে।
রিয়েলমি কমিউনিটি থেকে জানা গেছে, মিড রেঞ্জ ফোনের জন্য আসা এই আপডেটের ফার্মওয়্যার ভার্সন - RMX3031_11.F.04। তবে নতুন আপডেট আপাতত এখন তারাই পাচ্ছে, যাদের ডিভাইস RMX3031_11.C.16 বা RMX3031_11.C.17. ফার্মওয়্যার ভার্সনে চলে। আসুন এই আপডেট Realme X7 Max 5G ফোনে কি কি পরিবর্তন আনবে দেখে নেওয়া যাক।
Realme X7 Max 5G এর চেঞ্জলগ
• অ্যাকুয়ামরফিক ডিজাইন থিম কালার যোগ করবে।
• হোমস্ক্রিনে ওয়ার্ল্ড ক্লক উইজেট দেখা যাবে।
• নতুন ধরনের রিকগনিশন ফিচার হিসাবে পাওয়া যাবে কোয়ান্টম অ্যানিমেশন ইঞ্জিন ৪.০।
• মিডিয়া প্লেব্যাক কন্ট্রোল যোগ হবে।
• স্ক্রিনশট এডিটিংয়ের জন্য পাওয়া যাবে আরো মার্কআপ টুলস।
• এছাড়া পাওয়া যাবে আপগ্রেড ডুডল।