লঞ্চের আগেই সেরা ফোনের তকমা পেল Red Magic 10 Pro+, লেটেস্ট স্ন্যাপড্রাগন প্রসেসর সহ থাকবে 24GB র‌্যাম

Red Magic 10 Pro Plus AnTuTu Score - এনএক্স৭৮৯জে কোডনেম যুক্ত রেড ম্যাজিক ১০ প্রো প্লাস মডেলটি আনটুটু বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে ৩১,১৬,১২৬ পয়েন্ট পেয়ে আগের সব রেকর্ডগুলি ভেঙে দিয়েছে।

Ananya Sarkar 9 Nov 2024 1:18 PM IST

Nubia তাদের আসন্ন Red Magic 10 Pro সিরিজটিকে শীঘ্রই বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে, যা মোবাইল গেমিং পারফরম্যান্সকে নতুন মাত্রায় পৌঁছে দেবে বলে আশা করা যায়। আনুষ্ঠানিকভাবে উন্মোচনের আগে এখন লাইনআপের উচ্চতর মডেল, Red Magic 10 Pro+ আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে, যা এর পারফরম্যান্স সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রকাশ করেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

Red Magic 10 Pro+ ফোনটিকে দেখা গেল আনটুটু ডেটাবেসে

এনএক্স৭৮৯জে কোডনেম যুক্ত রেড ম্যাজিক ১০ প্রো প্লাস মডেলটি আনটুটু বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে ৩১,১৬,১২৬ পয়েন্ট পেয়ে আগের সব রেকর্ডগুলি ভেঙে দিয়েছে। এই ব্যতিক্রমী পারফরম্যান্সের পিছনে রয়েছে ডিভাইসটির শক্তিশালী হার্ডওয়্যার। ফোনটি কোয়ালকমের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর প্রসেসরে চলে, যার সাথে ২৪ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ যুক্ত। এই ডিভাইসটিতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৫ (Android 15) অপারেটিং সিস্টেমে চলবে।

শক্তিশালী হার্ডওয়্যার ছাড়াও, রেড ম্যাজিক ১০ প্রো সিরিজ গেমারদের জন্য উপযোগী উদ্ভাবনী ফিচারগুলি অফার করবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে "আইসিই এক্স ম্যাজিক কুলিং সিস্টেম", যা একটি ইন্ডিয়াম বেসের চারপাশে স্তরযুক্ত অ্যালয় নির্মিত কাঠামো সহ যৌগিক তরল ধাতু ব্যবহার করে। এটি ভালো কর্মক্ষমতার জন্য ডিভাইসের তাপমাত্রা ২২ ডিগ্রি পর্যন্ত কমিয়ে দিতে পারে। পারফরম্যান্স আরও উন্নত করতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরটি রেড ম্যাজিকের আর৩ গেমিং চিপের সাথে যুক্ত হবে।

রেড ম্যাজিক ১০ প্রো প্লাস ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ২,০০০ নিট পিক ব্রাইটনেসের পাশাপাশি একটি আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ২,৬৮৮ x ১,২১৬ পিক্সেল উচ্চ-রেজোলিউশনের ডিসপ্লে অফার করবে বলে জানা গেছে। ব্যাটারির ক্ষেত্রেও আপগ্রেড দেখা যাবে, দীর্ঘ গেমিং সেশন নিশ্চিত করতে এতে বিশাল ৭,০৫০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন সেল থাকতে পারে।

ব্র্যান্ডের গেমপ্লে ডেটা দেখায় যে, হংকাই ইম্প্যাক্ট ৩ (Honkai Impact 3) গেমটি ডিভাইসে ৬০.১ ফ্রেম প্রতি সেকেন্ড (fps)-এর গড় ফ্রেম রেট এবং ন্যূনতম পার্থক্য ০.২ এফপিএস বজায় রেখে ৬০ মিনিটের জন্য চলতে পারে। এই ডিভাইসে ১২০ ফ্রেম প্রতি সেকেন্ড হারে ২কে পর্যন্ত গেমিং রেজোলিউশনও সাপোর্ট করে। নুবিয়ার রেড ম্যাজিক ১০ প্রো সিরিজটি আগামী ১৩ নভেম্বর চীনে লঞ্চ হতে চলেছে।

Show Full Article
Next Story