রেড ম্যাজিক ৭ প্রো আগামী সপ্তাহে লুকানো সেলফি ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে, থাকবে বাহুবলী ব্যাটারি
Red Magic 10 Pro Series Launch Date Announced 13 November - আগামী ১৩ নভেম্বর চীনে আত্মপ্রকাশ করবে রেড ম্যাজিক ১০ প্রো। আর এর ফ্রন্ট প্যানেলে কোনো পাঞ্চ হোল বা ওয়াটার ড্রপ নচ কাট আউট থাকবে না।
অবশেষে নুবিয়া আজ রেড ম্যাজিক ১০ সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। ব্র্যান্ডটি নিশ্চিত করেছে যে আগামী ১৩ নভেম্বর এই সিরিজ চীনে লঞ্চ হবে। এছাড়া পোস্টারে এই সিরিজের রেড ম্যাজিক ১০ প্রো এর ফ্রন্ট ডিজাইন ফাঁস করা হয়েছে। ইতিমধ্যেই জানা গেছে এই ফোনে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হবে। ডিভাইসটি ৭,০৫০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এছাড়া এতে ৭ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হবে। আসুন রেড ম্যাজিক ১০ প্রো সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
Red Magic 10 Pro লঞ্চ হচ্ছে ১৩ নভেম্বর
টিজার পোস্টারে জানানো হয়েছে যে, আগামী ১৩ নভেম্বর চীনে আত্মপ্রকাশ করবে রেড ম্যাজিক ১০ প্রো। আর এর ফ্রন্ট প্যানেলে কোনো পাঞ্চ হোল বা ওয়াটার ড্রপ নচ কাট আউট থাকবে না। অর্থাৎ ফুল স্ক্রিন এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য আন্ডার স্ক্রিন ফ্রন্ট ক্যামেরা থাকবে। ডিসপ্লের চারপাশে খুব সরু বেজেল দেখা গেছে।
বিশ্বাস করা হচ্ছে, রেড ম্যাজিক ১০ প্রো সর্বোচ্চ রেজোলিউশনের ডিসপ্লে সহ আসবে। উল্লেখ্য গতবছর রেড ম্যাজিক ৯ প্রো তে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছিল, যা ১১১৬ x ২৪৬০ পিক্সেল রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করত। তবে এবার টিপস্টার বাল্ড বলেছেন যে, উত্তরসূরিতে ২৬৮৮ x ১২১৬ পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আর এই ফোনে ৭ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে দেওয়া হতে পারে।
উল্লেখ্য, আগের মডেলেও আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা ছিল। তবে এই ক্যামেরার জায়গায় ডিসপ্লে রেজোলিউশন কমে যাওয়ায় অভিযোগ পাওয়া গিয়েছিল। যেকারণে এবার নুবিয়া চীনের বিওই এর থেকে একটি বিশেষ ডিসপ্লে তৈরি করে নিচ্ছে। এই ডিসপ্লে অ্যাডভান্স এসআইপি আল্ট্রা ন্যারো বেজেল টেকনোলজি সহ আসবে।
এদিকে রিপোর্ট অনুযায়ী, রেড ম্যাজিক ৭ প্রো ডেডিকেটেড গেমিং চিপ ও পিসি লেভেল কুলিং সিস্টেম সহ আসবে। এতে গেমারদের জন্য শোল্ডার ট্রিগার দেওয়া হবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৭০৫০ এমএএইচ ব্যাটারি থাকবে। এই ক্যামেরা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই সিরিজের অধীনে তিনটি ডিভাইস লঞ্চ হতে পারে - রেড ম্যাজিক ১০, রেড ম্যাজিক ১০ প্রো ও রেড ম্যাজিক ১০ প্রো+ এডিশন।
Red Magic 10 Pro Series Launch Date Announced 13 November - আগামী ১৩ নভেম্বর চীনে আত্মপ্রকাশ করবে রেড ম্যাজিক ১০ প্রো। আর এর ফ্রন্ট প্যানেলে কোনো পাঞ্চ হোল বা ওয়াটার ড্রপ নচ কাট আউট থাকবে না।