Red Magic 10 Pro Series

স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে রেড ম্যাজিক ১০ প্রো সিরিজ, ১২০ ওয়াট চার্জিং সহ থাকবে বাহুবলী ব্যাটারি

Red Magic 10 Pro Series Spotted 3C Certification - আপকামিং Red Magic 10 সিরিজের একটি ফোন এখন চীনের ৩সি (3C) সার্টিফিকেশন প্ল্যাটফর্মের অনুমোদন লাভ করেছে।

Julai Mondal 1 Nov 2024 6:40 PM IST

সুপরিচিত প্রযুক্তি ব্র্যান্ড এমাসে চীনে তাদের Red Magic 10 গেমিং সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। বিভিন্ন সূত্র মারফৎ পাওয়া তথ্য থেকে জানা গেছে যে, আসন্ন লাইনআপে তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকতে পারে, এগুলি হল Red Magic 10 Pro, Red Magic 10 Pro+ এবং Red Magic 10 Ultra। প্রত্যাশিত লঞ্চের আগে, আপকামিং Red Magic 10 সিরিজের একটি ফোন এখন চীনের ৩সি (3C) সার্টিফিকেশন প্ল্যাটফর্মের অনুমোদন লাভ করেছে, যা ফোনটির চার্জিংয়ের বিবরণ প্রকাশ করেছে। লিস্টিংটি থেকে কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

রেড ম্যাজিক ১০ প্রো সিরিজের ফোন পেল ৩সি সার্টিফিকেশন

এনএক্স৭৮৯জে মডেল নম্বর সহ আসন্ন নুবিয়া ফোনটি চায়না কম্পালসারি সার্টিফিকেশন ডেটাবেস থেকে অনুমোদন লাভ করেছে। এর লিস্টিংটি ইঙ্গিত দেয় যে, ডিভাইসটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের জন্য সাপোর্ট সহ আসতে পারে। তবে, ওই সার্টিফিকেশনটি ডিভাইস সম্পর্কে আর কিছু প্রকাশ করেনি।

সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, রেড ম্যাজিক ১০ প্রো সিরিজের সবচেয়ে আকষর্ণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল এটি চীনের ডিসপ্লে নির্মাতা বিওই (BOE)-এর কোলাবরেশনে তৈরি একটি নতুন ওলেড (OLED) প্যানেল সহ আসবে। এই নতুন ডিসপ্লে প্রযুক্তি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে স্লিম বেজেলের ধারণায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা যায়। রেড ম্যাজিক দাবি করেছে যে রেড ম্যাজিক ১০ প্রো সিরিজে "ন্যারোয়েস্ট" বেজেল থাকবে, যা উন্নত সিওপি প্যাকেজিং এবং এসআইপি আল্ট্রা-স্লিম বেজেল প্রযুক্তির মাধ্যমে অর্জন করা হয়েছে। এছাড়া, এটি আন্ডার-ডিসপ্লে ক্যামেরা অন্তর্ভুক্ত করে একটি সত্যিকারের ফুল-স্ক্রিন অভিজ্ঞতা প্রদান করবে।

পারফরম্যান্সের জন্য, রেড ম্যাজিক ১০ প্রো সিরিজ শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলি ১২০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে, যা মোবাইল গেমারদের জন্য ডাউনটাইম কমিয়ে দেয়। রেড ম্যাজিক ১০ আল্ট্রা ভ্যারিয়েন্টটি ৭ ইঞ্চির থেকে বড় ডিসপ্লে এবং বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে বলে শোনা যাচ্ছে।

এছাড়া ডিজাইনের ক্ষেত্রে, অনলাইনে প্রকাশিত রেড ম্যাজিক ১০ প্রো সিরিজের ফোনের একটি ফাঁস হওয়া ছবি পূর্ববর্তী প্রজন্মের সম্পূর্ণ ফ্ল্যাট ব্যাক প্যানেলের পরিবর্তে ভিন্ন ডিজাইন প্রদর্শন করেছে। রেডম্যাজিক ১০ প্রো সিরিজে একটি সামান্য প্রসারিত ক্যামেরা বাম্প রয়েছে বলে মনে হচ্ছে, যা উন্নত ক্যামেরার ক্ষমতার দিকে ইঙ্গিত করে।

Show Full Article
Next Story