স্মার্টফোনে সিনেমা হলের স্ক্রিন? রেড ম্যাজিক ১০ প্রো আসছে বিশাল বড় ১.৫কে ডিসপ্লের সাথে
Red Magic 10 Pro Features - রেড ম্যাজিক ১০ প্রো মডেলে ৬.৮৫ ইঞ্চির চীনের বিওই নির্মিত ওলেড (BOE OLED) স্ক্রিন রয়েছে, যার কোনও পাঞ্চ-হোল নেই, অর্থাৎ এতে একটি আন্ডার-ডিসপ্লে ক্যামেরা অবস্থান করবে।
আগামী ১৩ নভেম্বর নুবিয়া চীনে Red Magic 10 সিরিজের গেমিং স্মার্টফোনগুলি উন্মোচন করবে বলে জানা গেছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, লাইনআপে দুটি ফোন থাকবে, এগুলি হল Red Magic 10 Pro এবং Red Magic 10 Pro+। কিন্তু কিছু সূত্র এই সিরিজে ৭ ইঞ্চির থেকেও বড় স্ক্রিন সহ একটি ‘Ultra’ মডেল অন্তর্ভুক্ত থাকবে বলেও ইঙ্গিত দিয়েছে। তবে সাম্প্রতিক রিপোর্টগুলি নির্দেশ করে যে এই আল্ট্রা মডেলটির কোনও অস্তিত্ব নেই এবং ৭ ইঞ্চি ডিসপ্লে যুক্ত মডেলটি হল আসলে রেড ম্যাজিক ১০ প্রো প্লাস। আর এখন, নুবিয়ার তরফে রেড ম্যাজিক ১০ প্রো হ্যান্ডসেটের স্ক্রিন স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। আসুন ব্র্যান্ড দ্বারা নিশ্চিত করা তথ্যগুলি দেখে নেওয়া যাক।
রেড ম্যাজিক ১০ প্রো ফোনের ডিসপ্লে স্পেসিফিকেশন
রেড ম্যাজিক ১০ প্রো মডেলে ৬.৮৫ ইঞ্চির চীনের বিওই নির্মিত ওলেড (BOE OLED) স্ক্রিন রয়েছে, যার কোনও পাঞ্চ-হোল নেই, অর্থাৎ এতে একটি আন্ডার-ডিসপ্লে ক্যামেরা অবস্থান করবে। স্ক্রিনের সবচেয়ে সরু কালো বর্ডার রয়েছে ১.২৫ মিলিমিটারের এবং এর বেজেলের পুরুত্ব মাত্র ০.৭ মিলিমিটার, যার ফলে এর স্ক্রিন-টু-বডি রেশিও হবে ৯৫.৩ শতাংশ। এটি একটি আন্ডার-ডিসপ্লে ক্যামেরা সহ বিশ্বের প্রথম স্মার্টফোন হবে, যা ২,৬৮৮ x ১,২১৬ পিক্সেলের আকর্ষনীয় ১.৫কে রেজোলিউশন অফার করবে৷ ডিসপ্লেটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,০০০ নিটের পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
রেড ম্যাজিক ১০ প্রো সিরিজ মিড ফ্রেমের ক্ষেত্রে আরও একত্রীভূত এবং সমন্বয়পূর্ণ চেহারার জন্য একটি বৃহত্তর ‘আর-কর্নার’ ডিজাইন অফার করে। এই মডেলটি একটি নিমগ্ন দেখার অভিজ্ঞতা প্রদান করবে বলে আশা করা যায়। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, নুবিয়ার কাস্টম গেমিং চিপ এবং একটি অ্যাক্টিভ কুলিং সিস্টেম রেড ম্যাজিক ১০ প্রো সিরিজকে শক্তি দেয়, যা এক্সটেন্ডেড গেমিং সেশনের সময়ও সবচেয়ে ভালো কর্মক্ষমতা নিশ্চিত করে। ডিভাইসটিতে উন্নত গেমিং নিয়ন্ত্রণের জন্য ফিজিক্যাল শোল্ডার ট্রিগারও রয়েছে।
ব্র্যান্ডটি এগুলি ছাড়া রেড ম্যাজিক ১০ প্রো সিরিজের আর কোনও স্পেসিফিকেশন নিশ্চিত করেনি। তবে অনলাইন রিপোর্ট সূত্রে জানা গেছে যে রেড ম্যাজিক ১০ প্রো প্লাস মডেলটিতে অভূতপূর্ব ৭,০৫০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং ক্ষমতা থাকতে পারে। জানিয়ে রাখি, নুবিয়া কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপ দ্বারা চালিত নন-গেমিং ফ্ল্যাগশিপ, নুবিয়া জেড৭০ আল্ট্রা ফোনটিকে শীঘ্রই লঞ্চ করবে। হাই-এন্ড ক্যামেরা সেটআপের সাথে এটি চীনা বাজারে ভিভো এক্স২০০ প্রো, ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো, শাওমি ১৫ প্রো, অনার ম্যাজিক ৭ প্রো, আইকিউ ১৩, ওয়ানপ্লাস ১৩ এবং রিয়েলমি জিটি ৭ প্রো-এর মতো ডিভাইসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা হচ্ছে।
Red Magic 10 Pro Features - রেড ম্যাজিক ১০ প্রো মডেলে ৬.৮৫ ইঞ্চির চীনের বিওই নির্মিত ওলেড (BOE OLED) স্ক্রিন রয়েছে, যার কোনও পাঞ্চ-হোল নেই, অর্থাৎ এতে একটি আন্ডার-ডিসপ্লে ক্যামেরা অবস্থান করবে।