জেডটিই (ZTE) তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি জানা গেছে যে সংস্থাটি Red Magic 10 সিরিজের ওপর কাজ শুরু করেছে। আর এখন আইএমইআই (IMEI) ডেটাবেসে নতুন Red Magic 10 Pro এবং Red Magic 10S Pro হ্যান্ডসেট দুটিকে দেখা গেছে। এই মডেলগুলির মধ্যে প্রথমটি এবছর মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
Red Magic 10 সিরিজ শীঘ্রই আসছে
জেডটিই তাদের পরবর্তী রেড ম্যাজিক ব্র্যান্ডের ডিভাইস হিসাবে খুব শীঘ্রই নতুন রেড ম্যাজিক 10 সিরিজটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। গিজমোচিনা প্রকাশনাটি এখন আইএমইআই ডেটাবেসে রেড ম্যাজিক 10 প্রো এবং রেড ম্যাজিক 10এস প্রো ফোনটিকে স্পট করেছে। এই স্মার্টফোনগুলি কোয়ালকমের আসন্ন ফ্ল্যাগশিপ প্রসেসর, স্ন্যাপড্রাগন 8 জেন 4 সহ আসবে।
আরও পড়ুন : Samsung এর A ও M সিরিজের এই দুই স্মার্টফোনের সাথে বাম্পার অফার, রয়েছে 12 ও 8 জিবি র্যাম
নতুন রেড ম্যাজিক 10 প্রো এবং রেড ম্যাজিক 10এস প্রো ফোনের মডেল নম্বর NX789J থাকবে। তবে মডেল নম্বর ছাড়া এই স্মার্টফোনগুলির সম্পর্কে আর কোনও তথ্য উপলব্ধ নেই। রেড ম্যাজিক 10 প্রো সিরিজটি রেড ম্যাজিক 9 সিরিজের তুলনায় বেশ কিছু আপগ্রেড অফার করবে বলে আশা করা হচ্ছে। তাই চলুন নতুন ডিভাইসগুলির সর্ম্পকে ধারণা পেতে রেড ম্যাজিক 9 সিরিজের স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।
Red Magic 9 Pro এবং Red Magic 9S Pro ফোনের স্পেসিফিকেশন
Red Magic 9 Pro এবং 9S Pro মডেলগুলিতে 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.8 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এগুলি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অফার করে। Red Magic 9 Pro ফোনে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যেখানে Red Magic 9S Pro ফোনে একটি ওভারক্লকড Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট রয়েছে। এই ওভারক্লকড প্রসেসরটি মূলত Samsung Galaxy – এর জন্য তৈরি করা 8 Gen 3 চিপসেটের মতোই।
আরও পড়ুন : Kawasaki-র সবচেয়ে সস্তা স্পোর্টস বাইকে 10,000 টাকা ছাড়ের ঘোষণা, কিনবেন নাকি
নতুন সিরিজের ক্ষেত্রে, Red Magic 10 Pro মডেলে Snapdragon 8 Gen 4 চিপসেট থাকবে, আর Red Magic 10S Pro ওভারক্লকড Snapdragon 8 Gen 4 চিপসেট সহ আসবে। এই আপগ্রেডগুলি নির্দেশ করে যে, Red Magic 10 সিরিজ পূর্ববর্তী সিরিজের তুলনায় আরও শক্তিশালী কর্মক্ষমতা এবং উদ্ভাবনী ফিচার সরবরাহ করবে। তবে, Red Magic 10 Pro এবং 10S Pro মডেলের বিস্তারিত স্পেসিফিকেশন আপাতত অজানাই রয়েছে।
Red Magic 10 Pro এবং Red Magic 10S Pro হ্যান্ডসেটের অফিসিয়াল লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। এই নতুন ফ্ল্যাগশিপ মডেলগুলি প্রচুর গ্রাহকের মনোযোগ আকর্ষণ করবে এবং স্মার্টফোনের বাজারে নতুন স্ট্যান্ডার্ড অর্জন করবে বলে আশা করা হচ্ছে।