পারফরম্যান্সে অ্যাপল এম২ কে হারিয়ে দিল রেড ম্যাজিক ১০ আল্ট্রা, স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরের কামাল?
Red Magic 10 Ultra Launch Date - নোটবুকচেক আজ রেড ম্যাজিক ১০ আল্ট্রা কে গিকবেঞ্চে খুঁজে পায়। স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সহ ফোনটি এখানে সিঙ্গেল কোর টেস্টে ৩২২৯ পয়েন্ট পেয়েছে।
রেড ম্যাজিক তাদের নতুন ১০ সিরিজের স্মার্টফোন বাজারে আনতে চলেছে। আজ সকালেই এই সিরিজের রেড ম্যাজিক ১০ প্রো মডেলটির ডিসপ্লে সহ বিভিন্ন তথ্য কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে। এখন আবার রেড ম্যাজিক ১০ আল্ট্রা ফোনকে বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম গিকবেঞ্চ-এ দেখা গেছে। এখানে ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সহ উপস্থিত হয়েছে। সবথেকে মজার বিষয় হল, এই প্রসেসর সহ এখানে ফোনটি যে স্কোর করেছে তা অ্যাপল এম২ প্রসেসরের থেকেও ভালো।
Red Magic 10 Ultra কে দেখা গেল Geekbench-এ
নোটবুকচেক আজ রেড ম্যাজিক ১০ আল্ট্রা কে গিকবেঞ্চে খুঁজে পায়। স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সহ ফোনটি এখানে সিঙ্গেল কোর টেস্টে ৩২২৯ পয়েন্ট পেয়েছে। যেখানে মাল্টি কোর টেস্টে পয়েন্ট এসেছে ১০,৩০০। এই স্কোর স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর চালিত অন্য স্মার্টফোন যেমন রিয়েলমি জিটি ৭ প্রো এর থেকেও বেশি। এটি এখানে সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ৩০১১ ও ৯১৪৩ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছিল।
তবে আশ্চর্যের বিষয় হল রেড ম্যাজিক আল্ট্রা এই স্কোর সহ অ্যাপল এম২ কেও হারিয়ে দিয়েছে। এই প্রসেসর দুটি টেস্টে যথাক্রমে ২৫৯৯ ও ১০০৮৯ স্কোর করেছে। এর কারণ সম্ভবত রেড ম্যাজিক মডেলে থাকা কুলিং সিস্টেম। এই স্মার্টফোনে ডেডিকেটেড কুলিং সিস্টেম দেওয়া হয়েছে, যা পারফরম্যান্সে পার্থক্য এনে দিয়েছে। অর্থাৎ গেমিং পারফরম্যান্সের জন্যেও রেড ম্যাজিক ১০ আল্ট্রা দুর্দান্ত বিকল্প হবে।
এর আগে জানা গিয়েছিল যে, এই ফোনে ট্রু ফুল স্ক্রিন এক্সপেরিয়েন্স পাওয়া যাবে, কারণ এর ডিসপ্লের মধ্যে আন্ডার স্ক্রিন সেলফি ক্যামেরা থাকবে। ফলে কোনো কাট আউট না থাকায় পুরো স্ক্রিন জুড়ে কনটেন্ট দেখা যাবে। রেড ম্যাজিক ১০ আল্ট্রা মডেলে ওএলইডি ডিসপ্লে দেওয়া হবে, যা ১.৫কে রেজোলিউশন ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আগামী ১৩ নভেম্বর এই স্মার্টফোনটি লঞ্চ হতে পারে। এতে ১৬ জিবি পর্যন্ত র্যাম ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যেতে পারে।
Red Magic 10 Ultra Launch Date - নোটবুকচেক আজ রেড ম্যাজিক ১০ আল্ট্রা কে গিকবেঞ্চে খুঁজে পায়। স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সহ ফোনটি এখানে সিঙ্গেল কোর টেস্টে ৩২২৯ পয়েন্ট পেয়েছে।