Red Magic: 6,500mah ব্যাটারি যুক্ত এই ফোনের ডিজাইন দেখলে প্রেমে পড়ে যাবেন
নুবিয়া (Nubia)-এর পারফরম্যান্স-ফোকাসড রেড ম্যাজিক (Red Magic) ব্র্যান্ডটি বর্তমানে একাধিক প্রোডাক্ট বাজারে আনছে।...নুবিয়া (Nubia)-এর পারফরম্যান্স-ফোকাসড রেড ম্যাজিক (Red Magic) ব্র্যান্ডটি বর্তমানে একাধিক প্রোডাক্ট বাজারে আনছে। কোম্পানিটি সম্প্রতি Red Magic VC 5 Pro Liquid Smartphone Cooler লঞ্চ করেছে। রেড ম্যাজিক এবার আরও একটি চিত্তাকর্ষক ফোন আনতে চলেছে, যার নাম Red Magic 9 Pro Bumblebee Transformers Edition। এটি আজই চীনা বাজারে পা রাখবে। অফিশিয়াল লঞ্চের আগেই ফোনটি ডিজাইন প্রকাশ্যে এসে অনলাইনে শোরগোল ফেলে দিয়েছে।
Red Magic 9 Pro Bumblebee Transformers Edition-এর ডিজাইন
স্মার্টফোন নির্মাতারা প্রায়ই বিশেষ সংস্করণের জন্য অন্যান্য ব্র্যান্ডের সাথে জুটি বাঁধে। উদাহরণস্বরূপ, এই মুহূর্তে নুবিয়া ট্রান্সফরমার্স ফ্রাঞ্চাইজির সাথে একটি চলমান পার্টনারশিপে রয়েছে, বিশেষত তাদের রেড ম্যাজিক গেমিং ফোনগুলির জন্য। ট্রান্সফরমার্স হল সায়েন্স ফিকশন অ্যাকশন ফিল্ম সিরিজ, যার ভক্ত সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। এই কোলাবরেশনের ফসল হিসেবে রেড ম্যাজিক 8এস প্রো প্লাস বাম্বলবি ট্রান্সফরমার এডিশন ইতিমধ্যেই বাজারে উপলব্ধ। আর এখন রেড ম্যাজিক 9 প্রো-এর একই ধরনের সংস্করণ লঞ্চ হতে চলেছে।
জানিয়ে রাখি, সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার প্রকাশ করা হয়, যা নিশ্চিত করে যে রেড ম্যাজিক 9 প্রো বাম্বলবি ট্রান্সফরমার এডিশনটি 29 মার্চ, অর্থাৎ আজই চীনে লঞ্চ হবে। তবে, ফোনটির ডিজাইনটি তখনও প্রকাশ করা হয়নি। কিন্তু এখন কিছু রেন্ডার ফাঁস হয়েছে, যা ডিজাইনটি সামনে এনেছে। ছবি অনুসারে, রেড ম্যাজিক 9 প্রো বাম্বলবি ট্রান্সফরমার এডিশনে হলুদ রঙের ব্যাক প্যানেল এবং কালো ফ্রেম থাকবে।
এছাড়া, ব্যাক প্যানেলে উল্লম্বভাবে সাজানো ট্রিপল ক্যামেরা সিস্টেমের নীচে, একটি অটোবট লোগো প্রদর্শিত হবে। এর সাথে একটি অংশ নির্দেশ করবে যে ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 3-চালিত। এছাড়াও, হ্যান্ডসেটটির ইউজার ইন্টারফেসে ট্রান্সফরমার-অনুপ্রাণিত উপাদানগুলি দেখা যাবে বলে আশা করা যায়।
অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে বললে, Red Magic 9 Pro Bumblebee Transformers Edition-এ 8 জিবি/ 12 জিবি/ 16 জিবি এলপিডিডিআর5এক্স র্যাম এবং 128 জিবি/ 256 জিবি/ 512 জিবি ইউএফএস 3.1 স্টোরেজ মিলবে। ফটোগ্রাফির জন্য, এই ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Red Magic 9 Pro Bumblebee Transformers Edition 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল 6,500 এমএএইচ ব্যাটারির সাথে আসবে। এছাড়া, ফোনটি অ্যান্ড্রয়েডের ওপর ভিত্তি করে REDMAGIC OS 9.0 কাস্টম স্কিনে চলবে।