Red Magic 9 Pro: দেখলেই প্রেমে পড়বেন, ভারতে দুর্ধর্ষ গেমিং ফোন আনল রেড ম্যাজিক
Red Magic 9 Pro গেমিং স্মার্টফোনটি অবশেষে ভারতের বাজারে উপলব্ধ হল। এই ফ্ল্যাগশিপ গ্রেডের Snapdragon 8 Gen 3-চালিত...Red Magic 9 Pro গেমিং স্মার্টফোনটি অবশেষে ভারতের বাজারে উপলব্ধ হল। এই ফ্ল্যাগশিপ গ্রেডের Snapdragon 8 Gen 3-চালিত ডিভাইসটি প্রাথমিকভাবে গ্লোবাল মার্কেটে গতবছর ডিসেম্বরে লঞ্চ করা হয়েছিল। এখন ব্র্যান্ডটি তাদের গ্লোবাল ওয়েবসাইট থেকে ভারতীয় গ্রাহকদের কাছে এই ফোনগুলি শিপিং করছে, তাই Red Magic 9 Pro লোকাল মার্কেটে পাওয়া যাবে না। রেড ম্যাজিকের এই ফ্ল্যাগশিপ ফোনটির প্রারম্ভিক দাম প্রায় ৫৪,০০০ টাকার কাছাকাছি, তবে ভারতীয় গ্রাহকদের এটির সাথে করও দিতে হবে। Red Magic 9 Pro ফোনে রয়েছে ওলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৬,৫০০ এমএএইচ ব্যাটারি এবং একাধিক গেমিং সহায়ক ফিচার। আসুন Red Magic 9 Pro ফোনের ভারতীয় মূল্য এবং এর স্পেসিফিকেশনগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
ভারতে Red Magic 9 Pro ফোনের মূল্য ও লভ্যতা
রেড ম্যাজিক ৯ প্রো ফোনের ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রয়েছে ৬৪৯ ডলার (প্রায় ৫৪,০৩৮ টাকা), যেখানে ডিভাইসের টপ-এন্ড ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৯৯ টাকা (প্রায় ৬৬,৫২৮ টাকা)। আগেই উল্লেখ করা হয়েছে যে ভারতে গ্রাহকদের কিছু অতিরিক্ত কর দিতে হবে। নতুন দিল্লির কোনও আগ্রহী ব্যক্তি রেড ম্যাজিক ৯ প্রো ফোনের ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি কিনতে চাইলে তাকে ৮৯৫.৬২ ডলার (প্রায় ৭৪,৬০০ টাকা) এবং ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের জন্য ১,১০২ ডলার (প্রায় ৯১,৮০০ টাকা) খরচ করতে হবে৷
যদিও, কর দেওয়ার পর রেড ম্যাজিক ৯ প্রো ফোনের দাম অনেকটাই বেশি মনে হতে পারে। কিন্তু তারপরও ফোনটি আসুস আরওজি ফোন ৮ প্রো মডেলের তুলনায় অপেক্ষাকৃত সস্তা, যা ভারতে উপলব্ধ একমাত্র বর্তমান-প্রজন্মের গেমিং স্মার্টফোন। আসুস আরওজি ফোন ৮ প্রো হ্যান্ডসেটের প্রারম্ভিক মূল্য ৯৪,৯৯৯ টাকা (১৬ জিবি + ৫১২ জিবি), আর উচ্চতর ২৪ জিবি + ১ টিবি মডেলের দাম ১,১৯,৯৯৯ টাকা।
Red Magic 9 Pro: স্পেসিফিকেশন
Red Magic 9 Pro হ্যান্ডসেটে রয়েছে ৬.৮ ইঞ্চির ফুলএইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯৬০ হার্টজ টাচ রেসপন্স রেট অফার করে। স্ক্রিনটি ১০ বিট কালার ডেপ্থ সাপোর্ট করে, ডিসিআই-পি৩ কালার গ্যামটের ১০০% কভারেজ এবং ১,৬০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এতে নিরাপত্তার জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গেমিংয়ের জন্য শোল্ডার ট্রিগার রয়েছে।
ফটোগ্রাফির জন্য, Red Magic 9 Pro ফোনে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর এবং অ্যাড্রেনো ৭৫০ জিপিইউ রয়েছে। হ্যান্ডসেটটি ইউএফএস ৪.০ প্রযুক্তি সহ একাধিক স্টোরেজ এবং র্যাম বিকল্প অফার করে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রেডম্যাজিক ওএস ৯.০ (Redmagic OS 9.0) কাস্টম স্কিনে রান করে এবং ডুয়েল সিম কার্ড সাপোর্ট করে। ক্যামেরা সিস্টেমে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের আন্ডার-ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
Red Magic 9 Pro হ্যান্ডসেটের অডিও ফিচারগুলির মধ্যে রয়েছে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ডুয়েল স্পিকার, ডিটিএস: এক্স আল্ট্রা সাপোর্ট এবং তিনটি মাইক্রোফোন। ফোনটির পরিমাপ ১৬৩.৯৮×৭৬.৩৫×৮.৯ মিলিমিটার এবং ওজন ২২৯ গ্রাম। আর কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে ৫জি, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.৪, ইউএসবি টাইপ-সি পোর্ট, এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC)৷ পাওয়ার ব্যাকআপের জন্য, Red Magic 9 Pro ফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ বিশাল ৬,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হয়েছে।