আন্ডার ডিসপ্লে ক্যামেরা, ও 6500mah ব্যাটারি সহ লঞ্চ হল দুর্ধর্ষ গেমিং স্মার্টফোন Red Magic 9S Pro

রেড ম্যাজিক চীনের পর এবার গ্লোবাল মার্কেটে নিয়ে এল রেড ম্যাজিক ৯এস প্রো ফোনটি। এই পারফরম্যান্স কেন্দ্রিক হ্যান্ডসেটটি উল্লেখযোগ্য স্পেসিফিকেশন, এআই ফিচার এবং নতুন লুক নিয়ে এসেছে।

Ananya Sarkar 18 July 2024 11:19 AM IST

গত মাসে চীনে আত্মপ্রকাশের পর রেড ম্যাজিক গ্লোবাল মার্কেটেও রেড ম্যাজিক ৯এস প্রো স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই হ্যান্ডসেটটি একটি নতুন লুক এবং স্মার্ট এআই ফিচার অফার করে। হ্যান্ডসেটটিতে ওলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ লিডিং এডিশন প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৬,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। রেড ম্যাজিক ৯এস প্রো ফোনের সকল স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

রেড ম্যাজিক ৯এস প্রো ফোনের স্পেসিফিকেশন

রেড ম্যাজিক ৯এস প্রো ফোনে ২,৪৮০ x ১,১১৬ পিক্সেলের রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৮ ইঞ্চির ফুলএইচডি+ ওলেড ডিসপ্লে রয়েছে। এটি ১০ বিট কালার ডেপ্থ, ১০০% ডিসিআই-পি৩ কালার গ্যামট কভারেজ এবং ১,৬০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লেতে ডিসি ডিমিং এবং ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিংও রয়েছে।

পারফরম্যান্সের জন্য, রেড ম্যাজিক ৯এস প্রো কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ লিডিং এডিশন চিপসেট এবং অ্যাড্রেনো ৭৫০ জিপিইউ প্রসেসরে চলে। ফোনটি ১২ জিবি/১৬ জিবি/২৪ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম মেমরি বিকল্প এবং ২৫৬ জিবি/৫১২ জিবি/১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজ অপশনে আসবে৷ এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রেডম্যাজিক ওএস ৯.৫ কাস্টম স্কিনে চলে এবং ডুয়েল সিম কার্ড সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য, রেড ম্যাজিক ৯এস প্রো ফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল ৬,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

রেড ম্যাজিক ৯এস প্রো ফোনের মূল এআই ফিচারগুলির মধ্যে রয়েছে স্মার্ট নেভিগেটর, যা রিয়েল-টাইম গেমের পরামর্শ এবং ভয়েস টাইপিং অফার করে। এআই ট্রিগার, প্লেস্টাইলের ওপর ভিত্তি করে কাস্টমাইজেবল শোল্ডার বাটন কাজ করার অনুমতি দেয় এবং সাউন্ড রিকগনিশন, যা সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার জন্য ইন-গেম সাউন্ড শনাক্ত করে।

ফটোগ্রাফির জন্য, রেড ম্যাজিক ৯এস প্রো ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যা ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জিএন৫ প্রাইমারি সেন্সর, ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (স্যামসাং জেএন১) এবং একটি ২ মেগাপিক্সেলের গিগাডিভাইস জিসি০২এম১ ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত৷ আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের আন্ডার-ডিসপ্লে ক্যামেরা অবস্থান করছে। ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, ডিটিএসআল্ট্রা সহ ডুয়েল ১১১৫কে স্পিকার এবং তিনটি মাইক্রোফোন।

কানেক্টিভিটির জন্য, রেড ম্যাজিক ৯এস প্রো ডিভাইসটি ৫জি নন স্ট্যান্ডঅ্যালোন /স্ট্যান্ডঅ্যালোন, ডুয়েল ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৬ই (২.৪ গিগাহার্টজ, ৫ গিগাহার্টজ এবং ৬ গিগাহার্টজ ব্যান্ড), ব্লুটুথ ৫.৪, জিপিএস (এল১/এল৫) + গ্লোনাস, ইউএসবি টাইপ-সি পোর্ট, এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন সাপোর্ট করে৷ পরিশেষে রেড ম্যাজিক ৯এস প্রো ফোনের পরিমাপ ১৬৩.৯৮ x ৭৬.৩৫ x ৮.৯ মিলিমিটার এবং এর ওজন ২২৯ গ্রাম।

রেড ম্যাজিক ৯এস প্রো ফোনের মূল্য এবং লভ্যতা

রেড ম্যাজিক ৯এস প্রো চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে -

স্নোফল: ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ

স্লিট: ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ

সাইক্লোন: ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ

ফ্রস্ট: ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ (সেপ্টেম্বরের মাঝামাঝি উপলব্ধ হবে)

এগুলির মধ্যে ১২ জিবি + ২৫৬ জিবি মডেলটির দাম মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ইংল্যান্ডে ৬৪৯ ইউরো (প্রায় ৫৪,২৪৫ টাকা)/ ৬৪৯ ইউরো (প্রায় ৫৯,৩২০ টাকা) /৫৭৯ পাউন্ড (প্রায় ৬২,৯২৫ টাকা)। আর উচ্চতর ১৬ জিবি + ৫১২ জিবি স্টোরেজ সংস্করণটি পাওয়া যাবে ৭৯৯ ডলার (প্রায় ৬৬,৭৮০ টাকা)/ ৭৯৯ ইউরো (প্রায় ৭৩,০৩০ টাকা)/ ৭০৯ পাউন্ড (প্রায় ৭৭,১০০ টাকা)।

আর্লি বার্ড অফার হিসাবে, আগামী ২৩ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত, গ্রাহকরা রেড ম্যাজিকের ওয়েবসাইটে গিয়ে রেড ম্যাজিক ৯এস প্রো ফোনটি রিজার্ভ করতে পারেন। এই ক্রেতারা চূড়ান্ত কেনাকাটার সময় ৩০ ডলার (প্রায় ২,৫০০ টাকা) ছাড় পেতে পারেন। এই ডিভাইসটি ভারতীয় বাজারে কিনা, তা এখনও জানা যায়নি।

Show Full Article
Next Story