Red Magic Nova ট্যাবলেট গ্লোবাল মার্কেটে লঞ্চ হল। যারা এতদিন ট্যাবলেটে দুর্দান্ত স্পেসিফিকেশন ও পারফরম্যান্সের জন্য আপোষ করে এসেছেন, তাদের মন জয় করবে রেড ম্যাজিকের নতুন এই ডিভাইস। এর মাধ্যমে গেমাররা প্রিমিয়াম এক্সপেরিয়েন্স পাবে। Red Magic Nova ট্যাবলেটে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ লিডিং এডিশন প্রসেসর, ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ১০,১০০ এমএইচ ব্যাটারি। Red Magic Nova এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Red Magic Nova এর দাম
রেড ম্যাজিক নোভা ট্যাবলেটের ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৪৯৯ ডলার (প্রায় ৪২,০০০ টাকা), এবং ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি মডেলের দাম ৬৪৯ মার্কিন ডলার (প্রায় ৫৪,২০০ টাকা)। আগামী ৭ অক্টোবর এর প্রি-অর্ডার শুরু হবে। আর ট্যাবটির সেল শুরু হবে ১৫ অক্টোবর থেকে।
Red Magic Nova Tablet এর স্পেসিফিকেশন ও ফিচার
রেড ম্যাজিকে নোভা ট্যাবলেটে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৯ জেন ৩ লিডিং এডিশন প্রসেসর ও ১৬ জিবি পর্যন্ত র্যাম দেওয়া হয়েছে। এটি ১০,১০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যার দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে। এই ব্যাটারি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে টাইপ-সি পোর্ট পাওয়া যাবে।
রেড ম্যাজিকে নোভা ট্যাবলেটের সামনে ১০.৯ ইঞ্চি ২.৮কে রেজোলিউশনের ডিসপ্লে আছে, যা ১৪৪ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ৫৫০ নিটস সর্বোচ্চ ব্রাইটনেস সাপোর্ট করবে। চোখের সুরক্ষার এই ডিসপ্লে এসজিএস সার্টিফিকেশন সহ এসেছে।
এদিকে Red Magic Nova ট্যাবলেটের সাথে কীবোর্ড, মাউস, পেন এবং গেমপ্যাডের মতো অ্যাক্সেসরিজ পাওয়া যাবে। এতে শক্তিশালী কুলিং সিস্টেম উপস্থিত, যা দ্রুত ডিভাইসকে ঠান্ডা করে দুর্দান্ত পারফরম্যান্স অফার করতে সাহায্য করে। আবার এই ট্যাবে আছে উচ্চগতির ২০,০০০ আরপিএম ফ্যান এবং ৯ লেয়ার কুলিং স্ট্রাকচার।
ক্যামেরার কথা বললে, Red Magic Nova ট্যাবে ভিডিও কলিংয়ের জন্য আছে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। এতে সাউন্ডের জন্য ডিটিএস-এক্স আল্ট্রা সাউন্ড, চারটি স্পিকার এবং তিনটি মাইক্রোফোন রয়েছে।