৬ হাজার টাকা ডিসকাউন্ট, Redmi 10 Power সবচেয়ে সস্তায় কেনা যাচ্ছে এখান থেকে
আসন্ন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চুটিয়ে কেনাকাটা করার জন্য গত ১৫ জানুয়ারি থেকে আপামর ভারতবাসীর জন্য খুলে গিয়েছে Amazon...আসন্ন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চুটিয়ে কেনাকাটা করার জন্য গত ১৫ জানুয়ারি থেকে আপামর ভারতবাসীর জন্য খুলে গিয়েছে Amazon Great Republic Day Sale-এর দরজা, যেটি চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। এই সেলে বিভিন্ন নামজাদা কোম্পানির একাধিক হ্যান্ডসেট বাম্পার ডিসকাউন্টে পকেটস্থ করার সুযোগ পাবেন ক্রেতারা। সেক্ষেত্রে সেল চলাকালীন আপনি যদি Redmi ব্র্যান্ডের কোনো দুর্দান্ত স্মার্টফোনকে অত্যন্ত সস্তায় কেনার প্ল্যান করে থাকেন, তবে আমাদের আজকের এই প্রতিবেদনটি অবশ্যই আপনার জন্য। আসলে Amazon-এর চলতি সেলে বিশাল অগ্রিম ছাড় এবং সেইসাথে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারের দৌলতে Redmi 10 Power ফোনটি অতিশয় সস্তায় খরিদ করতে পারবেন ক্রেতারা। আসুন, Amazon Great Republic Day Sale চলাকালীন ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা এবং ৬,০০০ এমএএইচ ব্যাটারিযুক্ত এই ধামাকাদার ফোনটি কিনতে হলে ইউজারদের কত টাকা খসাতে হবে, সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
Amazon Great Republic Day Sale-এ বিশাল ছাড়ে কেনা যাবে Redmi 10 Power
৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজযুক্ত রেডমি ১০ পাওয়ার স্মার্টফোনটির আসল দাম ১৮,৯৯৯ টাকা। তবে বর্তমানে ৩৯ শতাংশ ছাড়ের সুবাদে হ্যান্ডসেটটি অ্যামাজন থেকে ১১,৪৯৯ টাকায় কিনতে সক্ষম হবেন ক্রেতারা। আবার, পুরোনো কোনো ফোন এক্সচেঞ্জ করে এই ডিভাইসটি কিনলে ১০,৮০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, যে ফোনটি এক্সচেঞ্জ করা হচ্ছে তার বর্তমান অবস্থা তথা গুণমানের ওপরেই সম্পূর্ণভাবে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ। সেক্ষেত্রে সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া গেলে হালফিলে হ্যান্ডসেটটিকে যে একেবারে নামমাত্র খরচে পকেটস্থ করা যাবে, সেকথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
Redmi 10 Power-এর ফিচার এবং স্পেসিফিকেশন
ডুয়াল সিমের (ন্যানো) রেডমি ১০ পাওয়ার স্মার্টফোনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন সহ ৬.৭ ইঞ্চি এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে, যা ৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ফাস্ট পারফরম্যান্স ও মাল্টি টাস্কিংয়ের জন্য ডিভাইসটিতে অ্যাড্রেনো ৬১০ জিপিইউ সহ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ (Qualcomm Snapdragon 680) প্রসেসর ব্যবহৃত হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ (Android 11) ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করে। নিরাপত্তার জন্য হ্যান্ডসেটটিতে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের দেখা মিলবে। রেডমির এই ফোনটি ৮ জিবি এলপিডিডিআর৪এক্স (LPDDR4x) র্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ (UFS 2.2) ইনবিল্ট স্টোরেজ সহ এসেছে। আবার, মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে ডিভাইসটির স্টোরেজ ক্যাপাসিটি ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
অন্যদিকে, ফটোগ্রাফির জন্য Redmi 10 Power স্মার্টফোনের ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল পোট্রেট লেন্স। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসটির সামনে এফ/২.০ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার দেখা মিলবে। হ্যান্ডসেটটির কানেক্টিভিটি অপশনের মধ্যে শামিল রয়েছে – ৪জি এলটিই (4G LTE), ব্লুটুথ ৫, ওয়াই-ফাই, ইউএসবি টাইপ-সি পোর্ট, জিপিএস/এ-জিপিএস, এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। আবার, পাওয়ার ব্যাকআপের জন্য Redmi-র এই ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।