6000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার Xiaomi Redmi ফোনে বড় ছাড়, নতুন দাম 10 হাজার টাকা

আপনি যদি এই মুহূর্তে বড় ব্যাটারির কোনো ফোন খোঁজ করে করে থাকেন তাহলে Redmi 10 Power কিনতে পারেন, এতে রয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। সাথে পাওয়া…

আপনি যদি এই মুহূর্তে বড় ব্যাটারির কোনো ফোন খোঁজ করে করে থাকেন তাহলে Redmi 10 Power কিনতে পারেন, এতে রয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। সাথে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। আর ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এই মুহূর্তে এই স্মার্টফোনের উপর লোভনীয় অফার দিচ্ছে।

আজ্ঞে হ্যাঁ! আপনি শক্তিশালী ব্যাটারি সহ আসা Redmi 10 Power ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৪০ শতাংশ ছাড়ের পর প্রায় ১০,০০০ টাকায় কিনতে পারবেন। সাথে নির্বাচিত ব্যাঙ্কের কার্ড থেকে পেমেন্ট করলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও ক্রেতারা বিভিন্ন অফার পাবেন।

সবচেয়ে সস্তায় কিনুন Redmi 10 Power

৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের রেডমি ১০ পাওয়ারের ভারতীয় বাজারে দাম ১৮,৯৯৯ টাকা। তবে ৪১ শতাংশ ছাড়ের পর ফ্লিপকার্টে এই ফোনটি এখন ১১,১৯০ টাকায় তালিকাভুক্ত। আবার এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট ১০% অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৫% ক্যাশব্যাক দেওয়া হবে। 

অফার এখানেই শেষ নয়! নো-কস্ট ইএমআই-তেও কেনা যাবে রেডমি ১০ পাওয়ার। একই সঙ্গে যারা ফ্লিপকার্ট পে লেটারে সাইন আপ করবেন তারা পাবেন ৫০০ টাকার ফ্লিপকার্ট গিফট কার্ড। এ ছাড়া ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত একটি সারপ্রাইজ ক্যাশব্যাক কুপনও দেওয়া হবে। রেডমির এই ফোনটি পাওয়ার ব্ল্যাক এবং স্পোর্টি অরেঞ্জ রঙে পাওয়া যাবে।

Redmi 10 Power ফোনের বিশেষত্ব

Redmi 10 Power ফোনে রয়েছে বড় ৬.৭১ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে এবং অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ সফটওয়্যার স্কিন। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটের সাহায্যে ফোনটির স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফটোগ্রাফির জন্য এতে আছে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি ৬০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।