Redmi 10: দশ হাজার টাকার কমে 6000mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেল ক্যামেরার ফোন
ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে Double Dhamaka Deal এর অধীনে পাওয়া যাচ্ছে Redmi 10। ফলে ফোনটি দুর্দান্ত অফার সহ কেনা...ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে Double Dhamaka Deal এর অধীনে পাওয়া যাচ্ছে Redmi 10। ফলে ফোনটি দুর্দান্ত অফার সহ কেনা যাবে। আপনার বাজেট যদি ১০ হাজার টাকা হয়, তাহলে রেডমির ডিভাইসটি কিনতে পারেন। Redmi 10 ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ আরও অনেক কিছু।
Redmi 10 এর দাম ও ডিসকাউন্ট অফার
রেডমি ১০ এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা। অফারের কথা বললে, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে ৫ শতাংশ ক্যাশব্যাক মিলবে। এছাড়া ফোনটি মাসে ৬২০ টাকা ইএমআই দিয়েও নেওয়া যাবে। পার্টনার অফারের অধীনে হ্যান্ডসেটের সাথে একটি সারপ্রাইজ ক্যাশব্যাক কুপন দেওয়া হবে, যা ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত বৈধ।
Redmi 10 এর স্পেসিফিকেশন ও ফিচার
রেডমি ১০ স্মার্টফোনেতে রয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। আবার মাইক্রোএসডি কার্ডের সাহায্যে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে।
ফটোগ্রাফির জন্য Redmi 10-এ দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি, ২ মেগাপিক্সেল সেন্সরসহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য হ্যান্ডসেটটিতে রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
রেডমির এই হ্যান্ডসেটকে পাওয়ার দেওয়ার জন্য ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আর পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। এতে ডুয়াল সিম সাপোর্ট করে। রেডমির এই ফোনে রয়েছে, ফোরজি, থ্রিজি, টুজি, জিপিএস, ওয়াই-ফাই-এর মতো কানেক্টিভিটি ফিচার।