মাত্র 11 টাকা দিয়ে বাড়ি আনুন Redmi 11 Prime 5G, সীমিত সময়ের অফার

Xiaomi তাদের গ্ৰাহক-বেসের জন্য একটি দুর্দান্ত অফারের সাথে হাজির হয়েছে। এই অফারের অধীনে গত বছর ভারতের বাজারে ‘সবচেয়ে...
SUMAN 17 Feb 2023 2:33 PM IST

Xiaomi তাদের গ্ৰাহক-বেসের জন্য একটি দুর্দান্ত অফারের সাথে হাজির হয়েছে। এই অফারের অধীনে গত বছর ভারতের বাজারে ‘সবচেয়ে সস্তার 5G ফোন’ হিসাবে আগত Redmi 11 Prime মডেলটিকে কেবল ১১ টাকা প্রদান করে বাড়ি নিয়ে আসা যাবে। যদিও এই সুবিধা পাওয়ার জন্য কিছু শর্তাবলী পালন করতে হবে, কেননা নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্ক কার্ডের সাথেই শুধুমাত্র এই অফারটি প্রযোজ্য থাকছে। চলুন Redmi 11 Prime 5G ফোনের সাথে সীমিত সময়ের জন্য বৈধ থাকা এই অফার সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক…

Redmi 11 Prime 5G স্মার্টফোনের উপর অফার

রেডমি ১১ প্রাইম ৫জি স্মার্টফোনকে দুটি স্টোরেজ বিকল্পের সাথে ভারতে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম থাকছে ১২,৯৯৯ টাকা। আর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে খরচ করতে হবে ১৪,৯৯৯ টাকা। এটিকে থান্ডার ব্ল্যাক, মেডো গ্রিন এবং ক্রোম সিলভার কালারে পাওয়া যাবে।

অফারের কথা বললে, রেডমির এই স্মার্টফোনকে নো-কস্ট ইএমআই বিকল্পের অধীনে কেনা যাবে। এক্ষেত্রে ক্রেতারা - Bajaj Finserv, HDFC, IDFC First और HDB Financial Services ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কিস্তিতে টাকা শোধ করার সুবিধা পাবেন। এর জন্য মাত্র ১১ টাকার প্রসেসিং ফি দিতে হবে। এই অফারটি আগামী ২৮শে ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত বৈধ থাকছে। আর আপনারা নিকটতম Mi Home এবং শাওমির রিটেল পার্টনারদের মাধ্যমে এই অফারের লাভ ওঠাতে পারবেন।

Redmi 11 Prime 5G -এর স্পেসিফিকেশন

রেডমি ১১ প্রাইম ৫জি ফোনে ৬.৫৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০৮ পিক্সেল) ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা লক্ষণীয়। আর ডিভাইসের পেছনে দেখা যাবে ডুয়েল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

পারফরম্যান্সের জন্য রেডমি ১১ প্রাইম ৫জি স্মার্টফোনে আর্ম মালি জি৫৭ এমসি২ জিপিইউ সহ ৭এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। স্টোরেজ হিসাবে হ্যান্ডসেটে ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত রম পাওয়া যাবে। আর সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

রেডমি আনীত এই ৫জি স্মার্টফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে – ডুয়েল সিম স্লট, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। আর পাওয়ার ব্যাকআপের জন্য এটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। রেডমি ১১ প্রাইম ৫জি স্মার্টফোনের পরিমাপ ১৬৪x৭৬.১x৮.৯ মিমি এবং ওজন ২০০ গ্রাম।

Show Full Article
Next Story