Redmi 11 Prime সামনের সপ্তাহে Redmi 11 Prime 5G এর সাথে লঞ্চ হচ্ছে, কেনা যাবে Amazon থেকে
স্মার্টফোন নির্মাতা শাওমি (Xiaomi)-এর জনপ্রিয় সাব-ব্রান্ড রেডমি আগামী ৬ সেপ্টেম্বর তাদের নম্বর সিরিজে অন্তর্ভুক্ত Redmi...স্মার্টফোন নির্মাতা শাওমি (Xiaomi)-এর জনপ্রিয় সাব-ব্রান্ড রেডমি আগামী ৬ সেপ্টেম্বর তাদের নম্বর সিরিজে অন্তর্ভুক্ত Redmi 11 Prime 5G মডেলটি ভারতের বাজারে উন্মোচন করতে চলেছে। তবে ব্র্যান্ডটি এখন নিশ্চিত করেছে যে, Redmi 11 Prime 5G-এর সাথেই ৪জি কানেক্টিভিটি যুক্ত Redmi 11 Prime মডেলটিও বাজারে আত্মপ্রকাশ করবে। রেডমি এই সংস্করণটির আনুষ্ঠানিক লঞ্চের জন্য তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে একটি প্রোমোশনাল টিজারও প্রকাশ করেছে, যা Redmi 11 Prime-এর ফার্স্ট লুকটি সামনে এনেছে। লঞ্চ টিজারটি প্রকাশ করেছে যে, এই ৪জি ফোনটি একটি ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে এবং এতে একটি টেক্সচারযুক্ত ব্যাক প্যানেল থাকবে। আবার লঞ্চের আগে, ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon)-এ একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে, যা আসন্ন Redmi 11 Prime-এর কিছু মূল স্পেসিফিকেশন এবং কালার অপশনগুলি প্রকাশ করেছে। চলুন এই আপকামিং রেডমি স্মার্টফোনটি কি কি অফার করতে পারে, সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
Redmi 11 Prime কি হতে চলেছে Poco M5-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ ?
অ্যামাজনের প্ল্যাটফর্মে নতুন রেডমি ১১ প্রাইম-এর মাইক্রো-সাইটটি লাইভ হয়েছে, যা প্রকাশ করে যে, এই ডিভাইসটি ব্ল্যাক, মিন্ট গ্রিন এবং পার্পেল-এই তিন কালার অপশনে বাজারে উপলব্ধ হবে। ডিভাইসটিতে রেডমি ১১ প্রাইম ৫জি-এর মতো একটি ওয়াটারড্রপ নচ সহ ফুল-স্ক্রিন ডিসপ্লে দেখা যাবে। আবার নিরাপত্তার জন্য, ১১ প্রাইম-এ একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে, যা পাওয়ার বাটনে এম্বেড করা থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে, রেডমির ভারতীয় শাখার তরফে নিশ্চিত করা হয়েছে যে, আসন্ন প্রাইম ব্রান্ডিংয়ের ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৯৯ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে, যা ইঙ্গিত করে যে, রেডমি ১১ প্রাইম আগামী ৫ সেপ্টেম্বর ভারতের বাজারে লঞ্চ হতে চলা পোকো এম৫-এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। এছাড়া প্রোমোশনাল পোস্টারে দেখা গেছে যে, রেডমি ১১ প্রাইমের রিয়ার ক্যামেরাগুলির প্লেসমেন্টও পোকো এম৫-এর অনুরূপ, যা এই অনুমানটিকে আরও দৃঢ় করছে।
উল্লেখ্য, লঞ্চ মাইক্রো-সাইটটি Redmi 11 Prime-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের উপস্থিতি নিশ্চিত করেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই রেডমি ফোনটি শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে বলে জানা গেছে এবং Redmi 11 Prime ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে প্যানেল অফার করবে বলে আশা করা হচ্ছে।