Redmi 12 4G ও 5G ভারতে লঞ্চ হল, iPhone এর মতো ডিজাইন, সস্তায় নজরকাড়া ফিচার্স

দীর্ঘদিনের জল্পনার পর, রেডমি অবশেষে ভারতে Redmi 12 সিরিজ লঞ্চ করেছে। এই লাইনআপে এসেছে – Redmi 12 4G এবং Redmi 12 5G। প্রথমটি আন্তর্জাতিক বাজারে…

দীর্ঘদিনের জল্পনার পর, রেডমি অবশেষে ভারতে Redmi 12 সিরিজ লঞ্চ করেছে। এই লাইনআপে এসেছে – Redmi 12 4G এবং Redmi 12 5G। প্রথমটি আন্তর্জাতিক বাজারে উপলব্ধ হলেও, 5G ভার্সনের যাত্রা ভারতের বাজার দিয়েই শুরু হল। তবে, Redmi 12 5G কোনও নতুন স্মার্টফোন নয়। চীনে Redmi Note 12R নামে পাওয়া যায় এটি। উভয় মডেলেই ফুলএইচডি+ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। তবে ফোনগুলিতে ভিন্ন প্রসেসর ব্যবহৃত হয়েছে। আসুন তাহলে ভারতের বাজারে Redmi 12 সিরিজের দাম এবং ডিভাইসগুলির সকল স্পেসিফিকেশন সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Redmi 12 সিরিজের স্পেসিফিকেশন

Redmi 12 এবং Redmi 12 5G উভয় মডেলেই একই রকম ডিজাইন এবং বিল্ড রয়েছে। এগুলিতে গ্লাস ব্যাক প্যানেল এবং প্লাস্টিকের ফ্রেম দেখা যায়। ফোন দুটির স্পেসিফিকেশনও প্রায় অভিন্ন। দুটির মধ্যে একমাত্র প্রধান পার্থক্য হল তাদের চিপসেট। এই হ্যান্ডসেটগুলি ২,৪৬০ x ১,০৮০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৯ ইঞ্চির ডিসপ্লের সাথে এসেছে। প্যানেলটি ৫৫০ নিট পিক ব্রাইটনেস লেভেল অফার করে। ৪জি ভ্যারিয়েন্টে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর রয়েছে। অন্যদিকে, ৫জি সংস্করণে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য, Redmi 12 সিরিজের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর উপস্থিত রয়েছে। তবে, ৪জি মডেলটির ক্যামেরা সিস্টেমে একটি অতিরিক্ত ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা বর্তমান। সেলফির জন্য, দুটি ফোনের সামনেই একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে৷

এছাড়াও, Redmi 12 সিরিজে ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.৩, জিএনএসএস, একটি মাইক্রোএসডি কার্ড স্লট, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি আইআর ব্লাস্টার অন্তর্ভুক্ত রয়েছে। অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করে ফোন দু’টি। পরিশেষে, পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi 12 এবং Redmi 12 5G-তে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

ভারতে Redmi 12 সিরিজের দাম ও লভ্যতা

ভারতের বাজারে রেডমি ১২ ৪জি ও ৫জি যথাক্রমে দুটি ও তিনটি মেমরি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে।

রেডমি ১২ ৪জি:

৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ৯,৯৯৯ টাকা

৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ১১,৪৯৯ টাকা

রেডমি ১২ ৫জি:

৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ১১,৯৯৯ টাকা

৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ১৩,৪৯৯ টাকা

৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ১৫,৪৯৯ টাকা

দুটি স্মার্টফোনই আগামী ৪ আগস্ট থেকে অ্যামাজন ইন্ডিয়া, শাওমি অফিসিয়াল সাইট এবং রিটেইল স্টোরে বিক্রির জন্য উপলব্ধ হবে। এগুলি জেড ব্ল্যাক, প্যাস্টেল ব্লু এবং মুনস্টোন সিলভার – এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন