Redmi 12 ও Redmi 12 5G কিনতে হুড়োহুড়ি, ৬ ঘন্টায় বিক্রি ছাড়ালো ৩ লক্ষ, দাম শুরু ৯,৯৯৯ টাকা থেকে

Xiaomi এর সাব-ব্র্যান্ড Redmi চলতি মাসের প্রথম দিনে ভারতের বাজারে Redmi 12 সিরিজের ঘোষণা করে। নবাগত এই লাইনআপের অধীনে...
SUPARNA 5 Aug 2023 6:05 PM IST

Xiaomi এর সাব-ব্র্যান্ড Redmi চলতি মাসের প্রথম দিনে ভারতের বাজারে Redmi 12 সিরিজের ঘোষণা করে। নবাগত এই লাইনআপের অধীনে দুটি নয়া স্মার্টফোন এসেছে, যথা - Redmi 12 4G এবং Redmi 12 5G। গতকাল অর্থাৎ ৪ঠা অগাস্ট Redmi তাদের এই লেটেস্ট স্মার্টফোন সিরিজকে এদেশে প্রথমবার ওপেন সেলে বিক্রির জন্য উপলব্ধ করে। যারপর সংস্থার তরফ থেকে পোস্ট করা একটি টুইট আমাদের অবাক করে দিয়েছে। টুইটে বলা হয়েছে, সেল শুরু হওয়ার ৬ ঘন্টা অতিক্রান্ত হতে না হতেই Redmi 12 সিরিজের ৩ লক্ষ ইউনিট 'সোল্ড আউট' হয়ে গেছে। ভারতবাসীর থেকে এরূপ অসাধারণ সাড়া পেয়ে যথেষ্ট আপ্লুত বলেই জানিয়েছে Redmi।

নবাগত স্মার্টফোন সিরিজের 'রেকর্ড ব্রেকিং' সেলস পারফরম্যান্স সামনে আসার পর Redmi তাদের গ্রাহককে ধন্যবাদ জানাতে একটি টুইট করে। তারা বলে যে, "এমন প্রতিক্রিয়ার জন্য ভারতকে ধন্যবাদ! #Redmi12 সিরিজের ৩,০০,০০০ -এরও বেশি ইউনিট বিক্রি হয়ে গেছ, এই খবর সকলের সাথে শেয়ার করতে পেরে আমরা খুবই আনন্দিত।" সর্বোপরি, ক্রেতারা যেভাবে আলোচ্য বাজেট-রেঞ্জের হ্যান্ডসেট দুটি কেনার প্রতি আগ্রহ দেখিয়েছেন তাতে ভারতে - ৫জি রেভোলিউশন (5G Revolution) বা বিপ্লবের সূচনা হয়ে গেছে বলেই দাবি করেছে Redmi কর্মকর্তারা।

https://twitter.com/XiaomiIndia/status/1687433006250917888

ভারতে Redmi 12 সিরিজের দাম

এদেশে রেডমি ১২ ৪জি এবং রেডমি ১২ ৫জি স্মার্টফোনকে যথাক্রমে ২টি ও ৩টি স্টোরেজ কনফিগারেশনের সাথে নিয়ে আসা হয়েছে। নিচে প্রত্যেকটি ভ্যারিয়েন্টের দাম দেওয়া হল -

রেডমি ১২ ৪জি এর মূল্য

৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ৯,৯৯৯ টাকা
৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ১১,৪৯৯ টাকা

রেডমি ১২ ৫জি এর মূল্য

৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ১১,৯৯৯ টাকা
৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ১৩,৪৯৯ টাকা
৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ১৫,৪৯৯ টাকা

দুটি স্মার্টফোনই জেড ব্ল্যাক, প্যাস্টেল ব্লু এবং মুনস্টোন সিলভার কালার বিকল্পে উপলব্ধ। আর লঞ্চ অফারের অংশ হিসাবে, উল্লেখিত প্রত্যেকটি ভ্যারিয়েন্টের সাথে অতিরিক্তভাবে ১,০০০ টাকার ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যার পর ৪জি মডেলটিকে ৮,৯৯৯ টাকা এবং ৫জি হ্যান্ডসেটকে ১০,৯৯৯ টাকা থেকে কেনা যাবে।

Redmi 12 সিরিজের স্পেসিফিকেশন

Redmi 12 4G ও Redmi 12 5G স্মার্টফোন দুটি অনুরূপ ডিজাইন এবং বিল্ড সহ এসেছে। এগুলিতে গ্লাস ব্যাক প্যানেল এবং প্লাস্টিক ফ্রেম লক্ষ্যণীয়। আবার স্পেসিফিকেশনও প্রায় অভিন্ন। পার্থক্য দেখা যাবে শুধুমাত্র প্রসেসর ও রিয়ার ক্যামেরা বিভাগে। উভয় ডিভাইসে ৬.৭৯-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২,৪৬০ x ১,০৮০ পিক্সেল) ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫৫০ নিট পিক ব্রাইটনেস অফার করে। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম ওএস প্রি-লোডেড থাকছে।

পাওয়ার ব্যাকআপের জন্য ৪জি ও ৫জি দুটি মডেলেই ১৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কানেক্টিভিটির জন্য Redmi 12 সিরিজে - ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.৩, জিএনএসএস, একটি মাইক্রোএসডি কার্ড স্লট, একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক, এবং একটি আইআর ব্লাস্টার অন্তর্ভুক্ত। আর সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ থাকছে।

এবার আসা যাক পার্থক্যের প্রসঙ্গে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য Redmi 12 4G ভ্যারিয়েন্টে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর এবং Redmi 12 5G সংস্করণে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর থাকছে। তদুপরি ফটো ও ভিডিওগ্রাফির জন্য, উভয় হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার বিদ্যমান। যদিও ৪জি মডেলের ক্যামেরা সিস্টেমে অতিরিক্তভাবে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা উপস্থিত থাকছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Redmi 12 সিরিজে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা মিলবে৷

Show Full Article
Next Story