Redmi 12 5G-এর সবচেয়ে সস্তা ভার্সন লঞ্চ হল, অল্প দামে এবার 5G ফোন ব্যবহারের মজা

আগস্ট মাসের শুরুতে লঞ্চ হওয়ার পর, ইতিমধ্যেই বিশ্ববাজারে Redmi 12 5G স্মার্টফোনটির সেল শুরু হয়ে গিয়েছে। কোম্পানি...
Ananya Sarkar 22 Aug 2023 12:59 PM IST

আগস্ট মাসের শুরুতে লঞ্চ হওয়ার পর, ইতিমধ্যেই বিশ্ববাজারে Redmi 12 5G স্মার্টফোনটির সেল শুরু হয়ে গিয়েছে। কোম্পানি সম্প্রতি চীনেও এটিকে লঞ্চ করেছে। হ্যান্ডসেটটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ এলসিডি ডিসপ্লে, Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেট এবং অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক MIUI 14 সফটওয়্যার স্কিনের সাথে বাজারে এসেছে। Redmi 12 5G এতদিন চীনে ৬ জিবি/ ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের উপলব্ধ ছিল। তবে এবার রেডমি এই হ্যান্ডসেটটির নতুন ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভার্সন লঞ্চ করেছে। ফলতঃ এই বাজেট রেঞ্জের রেডমি হ্যান্ডসেটটি গ্রাহকদের কাছে আরও সাশ্রয়ী হয়ে উঠেছে। আসুন Redmi 12 5G-এর এই নতুন ভ্যারিয়েন্টটির দাম এবং স্পেসিফিকেশনগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Redmi 12 5G-এর নতুন ভ্যারিয়েন্টের মূল্য ও লভ্যতা

রেডমি ১২ ৫জি ফোনটি এখন থেকে চীনের মার্কেটে অন্যান্য সংস্করণের সাথে লো-এন্ড ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনেও কেনা যাবে। ফোনটি শাওমি মলের সাইটে ৯৪৯ ইউয়ান (প্রায় ১০,৯২৫ টাকা) মূল্যের সাথে তালিকাভুক্ত হয়েছে। ডিভাইসটি দুটি স্টাইলিশ কালারে উপলব্ধ - গ্লেসিয়ার হোয়াইট এবং স্টারডাস্ট গ্রে।

চীনের বাজারে রেডমি ১২ ৫জি-এর অন্যান্য ভ্যারিয়েন্টগুলির দাম হল -

৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ - ৯৯৯ ইউয়ান (প্রায় ১১,৫৩০ টাকা)

৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ - ১,০৯৯ ইউয়ান (প্রায় ১২,৬৯০ টাকা)

৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ - ১,২৯৯ ইউয়ান (প্রায় ১৫,০০০ টাকা)

Redmi 12 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার

রেডমি ১২ ৫জি-এর সামনে ২,৪৬০×১,০৮০ পিক্সেলের উচ্চ রেজোলিউশন সহ ৬.৭৯ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। এই প্যানেলটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং ডিসি ডিমিং ও ইন্টেলিজেন্ট ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট অফার করে। রেডমি ১২ ৫জি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর দ্বারা চালিত। ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত এই চিপসেটের সর্বোচ্চ সিপিইউ স্পিড ২.২ গিগাহার্টজ।

ফটোগ্রাফির জন্য, Redmi 12 5G-এর রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ-অফ-ফিল্ড লেন্স উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। এছাড়া, Redmi 12-এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডায়নামিক মাল্টি-ফাংশন এনএফসি সাপোর্ট এবং ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi 12 5G-এ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story