বাজেট প্রেমীদের মন জয় করতে Redmi 12 ভারতে আসছে, কেনা যাবে Amazon থেকে

রেডমি বিশ্বের কিছু নির্বাচিত বাজারে Redmi 12 স্মার্টফোনটি লঞ্চ করার পর, এবার ভারতীয় বাজারেও তারা এই বাজেট রেঞ্জের হ্যান্ডসেটটি উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে। শাওমি (Xiaomi)-এর…

রেডমি বিশ্বের কিছু নির্বাচিত বাজারে Redmi 12 স্মার্টফোনটি লঞ্চ করার পর, এবার ভারতীয় বাজারেও তারা এই বাজেট রেঞ্জের হ্যান্ডসেটটি উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে। শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি সম্প্রতি ঘোষণা করেছে যে, ভারতে Redmi 12-এর ওপর থেকে আগামী ১ আগস্ট পর্দা সরানো হবে। আসন্ন লঞ্চের আগে, ব্র্যান্ডটি এখন নিশ্চিত করেছে যে Redmi 12 এদেশে শুধুমাত্র অ্যামাজন (Amazon)-এর মাধ্যমেই বিক্রি করা হবে। এই ই-কমার্স প্ল্যাটফর্মটিতে আপকামিং হ্যান্ডসেটটির একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে, যা ফোনটির কালার ভ্যারিয়েন্টগুলি প্রদর্শন করেছে। আসুন Redmi 12-এর ভারতে লঞ্চ সম্পর্কে কি কি নতুন তথ্য প্রকাশিত হয়েছে, জেনে নেওয়া যাক।

প্রকাশিত হল Redmi 12-এর Amazon মাইক্রো-সাইট

অ্যামাজনে লাইভ হওয়া রেডমি ১২-এর মাইক্রো-সাইটটি নিশ্চিত করে যে হ্যান্ডসেটটিতে ক্রিস্টাল গ্লাস ডিজাইন দেখা যাবে। এই সাশ্রয়ী মূল্যের ফোনে একটি ফ্ল্যাগশিপ ডিজাইন দেখা যাবে এবং এটি একটি ব্ল্যাক কালার অপশনে আসবে। মাইক্রো-সাইটটি এও প্রকাশ করে যে, রেডমি ১২ সম্পর্কে আরও তথ্য আগামী দিনে আপডেট করা হবে।

ইতিমধ্যেই, রেডমি ১২-কে স্টাইল আইকন হিসেবে বাজারজাত করা হচ্ছে এবং ব্র্যান্ডটি রেডমি নম্বর সিরিজের আসন্ন হ্যান্ডসেটের অ্যাম্বাসেডর হিসাবে বিখ্যাত বলিউড অভিনেত্রী দিশা পাটানির সাথে চুক্তবদ্ধ হয়েছে। রেডমি ১২ ব্ল্যাক এবং সিলভার – এই দুটি কালার অপশনে বাজারে আসবে বলেও নিশ্চিত করা হয়েছে। রেডমি আরও প্রকাশ করেছে যে, এই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। কোম্পানি এটিকে ‘ইনফিনিট ক্যামেরা ডেকো’ নামে অভিহিত করেছে। রেডমি ১২-এর ভারতীয় সংস্করণে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল নচ ডিসপ্লে রয়েছে বলে জানা গেছে।

রেডমি আগামী দিনে ভারতে আসন্ন Redmi 12-এর স্পেসিফিকেশন সম্পর্কে আরও তথ্য প্রকাশ করবে বলে আশা করা যায়। তবে, এটি ইতিমধ্যেই থাইল্যান্ডের মার্কেটে উপলব্ধ রয়েছে, তাই এর স্পেসিফিকেশন এবং ফিচারগুলি আর অজানা নেই। আসুন Redmi 12-এর গ্লোবাল ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Redmi 12-এর গ্লোবাল ভেরিয়েন্টের স্পেসিফিকেশন এবং ফিচার

Redmi 12-এ ৬.৭৯ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, ফুলএইচডি+ (১,০৮০ × ২,৪০০ পিক্সেল) রেজোলিউশন, ৩৯৬ পিপিআই পিক্সেল ঘনত্ব, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৫৫০ নিট পিক ব্রাইটনেস, এবং ১৫,০০:১ কনট্রাস্ট রেশিও, এসজিএস লো ব্লু লাইট সাপোর্ট করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর দ্বারা চালিত, যা মালি জি৫২ জিপিইউ-এর সাথে যুক্ত রয়েছে। এই ফোনে ৪ জিবি/ ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি ইএমএমসি ৫.১ স্টোরেজ পাওয়া যাবে। অতিরিক্ত স্টোরেজের জন্য এতে একটি মাইক্রো-এসডি কার্ড স্লটও অন্তর্ভুক্ত রয়েছে। Redmi 12 অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) সফ্টওয়্যার স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Redmi 12-এর রিয়ার প্যানেলে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (১২০° ফিল্ড অফ ভিউ) এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে এফ/২.১ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi 12 ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির পরিমাপ ১৬৮.৬০ × ৭৬.২০ × ৮.১৭ মিলিমিটার এবং ওজন ১৯৮.৫ গ্রাম। নিরাপত্তার জন্য, Redmi 12-এ ফেস আনলক ফিচারের পাশাপাশি একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। দামের ক্ষেত্রে, এই রেডমি ফোনটি ৫,২৯৯ বাট (প্রায় ১২,৫০০ টাকা) মূল্যে থাইল্যান্ডে লঞ্চ হয়েছে। আশা করা যায় যে, স্মার্টফোনটির দাম ভারতীয় বাজারে প্রায় ১০,০০০-১১,০০০ টাকার মধ্যে থাকবে।