Redmi 12 সস্তায় সুন্দর ফিচার্স নিয়ে দেশে পা রাখতে চলেছে, দাম কত হতে পারে দেখুন

প্রসিদ্ধ ব্র্যান্ড Xiaomi ভারতে তাদের ৯তম বার্ষিকী উদযাপন করছে। আর সেই উপলক্ষেই সংস্থাটি তাদের নম্বর-সিরিজ অন্তর্গত স্মার্টফোনগুলির প্রচারের জন্য একটা নতুন ধরণের মার্কেটিং ক্যাম্পেইন শুরু…

প্রসিদ্ধ ব্র্যান্ড Xiaomi ভারতে তাদের ৯তম বার্ষিকী উদযাপন করছে। আর সেই উপলক্ষেই সংস্থাটি তাদের নম্বর-সিরিজ অন্তর্গত স্মার্টফোনগুলির প্রচারের জন্য একটা নতুন ধরণের মার্কেটিং ক্যাম্পেইন শুরু করেছে। প্রসঙ্গত, ২০১৪ সালে প্রথম Redmi তাদের নম্বর সিরিজের অধীনে ফোন লঞ্চ করে ভারতীয় বাজারে। আর এখন পর্যন্ত সংস্থাটি মোট ১১টি নম্বর সিরিজের স্মার্টফোন এদেশে বাজারজাত করেছে। এক্ষেত্রে সংস্থাটির একটি লেটেস্ট সোশ্যাল মিডিয়া পোস্ট ইঙ্গিত দিচ্ছে যে, ভারতে খুব শীঘ্রই হয়তো আরেকটি নতুন নম্বর সিরিজের স্মার্টফোনকে লঞ্চ করা হবে। আপকামিং মডেলটি Redmi 12 হতে পারে। যা গত মাসে থাইল্যান্ডে এসেছে। এবং ক’দিন ধরে ভারতেও লঞ্চ হবে বলে কানাঘুষো শোনা যাচ্ছে।

Xiaomi কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে Redmi 12 সম্পর্কে কিছুই উল্লেখ করেনি। ফলে আসন্ন মডেলটি Redmi 12 হতেও পারে, আবার অন্য কোনো নম্বর সিরিজের হ্যান্ডসেটও লঞ্চের মুখ দেখতে পারে। তবে একটা বিষয়ে নিশ্চিত যে, যে ফোনই ভাবনায় থাকুক না কেন, সংস্থাটি ইতিমধ্যেই আসন্ন হ্যান্ডসেটের লঞ্চের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে।

Redmi 12 স্মার্টফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রেডমি ১২ স্মার্টফোনকে যদি সত্যি ভারতের বাজারে লঞ্চ করা হয়ে তবে, এর সম্ভাব্য ফিচার সম্পর্কে একটু হলেও জেনে রাখা ভালো। থাইল্যান্ডের মতো এদেশেও ফোনটি প্রায় অনুরূপ ফিচার অফার করতে পারে। সে ক্ষেত্রে রেডমি ১২ স্মার্টফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে প্যানেল থাকবে, যার ডিজাইন হবে পাঞ্চ-হোল স্টাইলের। এতে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর ব্যবহার করা হতে পারে।

ক্যামেরা বিভাগের ক্ষেত্রে, ফোনটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে হয়তো৷ ছাড়া, রেডমি ১২ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হতে পারে।

Redmi 12 স্মার্টফোনের দাম (সম্ভাব্য)

থাইল্যান্ডে Redmi 12 স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫,২৯৯ বাহাত রাখা হয়েছিল। ফলে ভারতে এটি সম্ভবত ১২,৫০০ টাকার কাছাকাছি বিক্রয় মূল্যে লঞ্চ হতে পারে। যদিও, রেডমি নম্বর সিরিজের স্মার্টফোনগুলিকে এদেশে সাধারণত লো-বাজেট রেঞ্জ বা ১০,০০০ টাকারও কম প্রারম্ভিক মূল্যের সাথে উপলব্ধ করা হয়ে থাকে। তাই যদি না সংস্থাটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নেয়, তবে ভারতের জন্য আসন্ন Redmi 12 -এর দামও ১০,০০০ টাকার কমই রাখা উচিত।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন