দামি ফোনের মতো দেখতে লাগবে, Redmi 12 বাজেটের মধ্যে জেড ব্ল্যাক কালারে আসছে

Redmi আগামী ১ আগস্ট ভারতে Redmi 12 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই এই ডিভাইসের মুনস্টোন সিলভার (Moonstone Silver)...
Julai Modal 17 July 2023 12:19 PM IST

Redmi আগামী ১ আগস্ট ভারতে Redmi 12 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই এই ডিভাইসের মুনস্টোন সিলভার (Moonstone Silver) কালার ভ্যারিয়েন্টের টিজার প্রকাশ করা হয়েছে। এখন আবার রেডমি নিশ্চিত করেছে যে, Redmi 12 ফোনটি জেড ব্ল্যাক (Jade Black) কালারেও পাওয়া যাবে। আর মুনস্টোন সিলভার কালারের মতো জেড ব্ল্যাক ভ্যারিয়েন্ট ক্রিস্টাল গ্লাস ফিনিশ সহ আসবে।

Redmi 12 আসছে জেড ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট

রেডমি ইন্ডিয়ার তরফে একটি টুইট করে জানানো হয়েছে যে, রেডমি ১২ ডিভাইসটি ভারতে জেড ব্ল্যাক কালারে উপলব্ধ হবে। এটি বাজেটের মধ্যে প্রিমিয়াম লুক অফার করবে। ইতিমধ্যেই রেডমি ১২ বিশ্ববাজারে একই কালারে উপলব্ধ, যদিও তার নাম ভিন্ন।

Redmi 12 এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি ১২ ফোনের সামনে দেখা যাবে ৬.৭৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি, যা ৫৫০ নিটস ব্রাইটনেস ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আর সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর, ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। যদিও ভারতে এটি ৮ জিবি র‌্যাম সহ পাওয়া যাবে কিনা তা এখনও নিশ্চিত করা হয়নি।

আর আইপি৫৩ রেটিং প্রাপ্ত Redmi 12 ডিভাইসে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Show Full Article
Next Story