Redmi 12: দুর্দান্ত বাজেট ফোন আনছে রেডমি, থাকবে 33W ফাস্ট চার্জিং ও শক্তিশালী প্রসেসর
রেডমি (Redmi) খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে তাদের পরবর্তী নম্বর সিরিজের স্মার্টফোন। একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে যে,...রেডমি (Redmi) খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে তাদের পরবর্তী নম্বর সিরিজের স্মার্টফোন। একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে যে, শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি নতুন বাজেট রেঞ্জের Redmi 12 মডেলটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। রেডমি তাদের সাশ্রয়ী মূল্যের অসাধারণ ফিচারে ঠাসা ডিভাইসগুলির জন্য সারা বিশ্বে যথেষ্ট জনপ্রিয় এবং ব্র্যান্ডের নতুন সংযোজন অর্থাৎ Redmi 12-ও যে এই সাফল্য অব্যাহত রাখবে, তা আশা করাই যায়। আসুন এখনও পর্যন্ত এই ডিভাইসটির সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।
Redmi 12 শীঘ্রই আসছে বাজারে
শাওমিইউআই-এর দাবি, রেডমি ১২ হ্যান্ডসেট লঞ্চ করার জন্য তোড়জোড় শুরু করেছে কোম্পানি। এই ফোনের এমআইইউআই (MIUI) সফ্টওয়্যার ইতিমধ্যেই প্রস্তুত, যা নির্দেশ করে যে নতুন ডিভাইসটি শীঘ্রই বাজারে পা রাখবে। রেডমি ১২-এর শেষ অভ্যন্তরীণ এমআইইউআই বিল্ডগুলি হল V14.0.4.0.TMXMIXM, V14.0.2.0.TMXEUXM এবং V14.0.0.12.TMXINXM৷
রেডমি ১২ ইউরোপ সহ বিশ্বের অন্যান্য বাজারগুলিতে বিক্রি হবে বলে জানা গেছে। তবে ফোনটির জন্য ভারতীয় ক্রেতাদের সামান্য অপেক্ষা করতে হতে পারে। এটি সম্ভবত ভারতের বাইরের কিছু দেশে প্রাথমিকভাবে লঞ্চ হবে। হ্যান্ডসেটটির সম্পর্কে জুন মাসের মাঝামাঝিতে রেডমির তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে শোনা যাচ্ছে।
শক্তিশালী কার্যক্ষমতা প্রদানের জন্য Redmi 12-এ একটি নতুন প্রজন্মের প্রসেসর থাকবে। এটি মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর দ্বারা চালিত হবে বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, এটি Redmi 10-এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে। ডিজাইনের দিক থেকে, এটি একটি স্টাইলিশ এবং আধুনিক লুকের সাথে বাজারে আসবে। যদিও, এখনও পর্যন্ত ডিসপ্লে বৈশিষ্ট্যগুলি সম্পর্কে কোনও স্পষ্ট তথ্য নেই, তবে ভিউয়িং এক্সপেরিয়েন্স পূর্বসূরি Redmi 10-এর তুলনায় উন্নত হবে৷ সম্ভবত এটি অ্যামোলেড (AMOLED) প্যানেলের সাথে আসতে পারে৷ এদিকে, Redmi 10-এ আইপিএস এলসিডি প্যানেল রয়েছে। যদি নতুন Redmi 12-এ একটি অ্যামোলেড প্যানেল থাকে, তাহলে ছবির গুণমান অনেকগুণ বৃদ্ধি পাবে।
এছাড়া, স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে দীর্ঘ ব্যাটারি লাইফ একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর Redmi 12 এই ক্ষেত্রেও ইউজারদের হতাশ করবে না বলেই আশা করা যায়। ডিভাইসটি একটি বড় ব্যাটারি এবং ৩৩ ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করবে। এর সাহায্যে, ব্যবহারকারীরা সারা দিন নিরবচ্ছিন্নভাবে হ্যান্ডসেটটি পরিচালনা করার সুবিধা পাবেন।
জানিয়ে রাখি, Redmi 12 ফোনটি শাওমির কাস্টমাইজড ইউজার ইন্টারফেস এমআইইউআই (MIUI)-এর লেটেস্ট সংস্করণের সাথে আসবে। এমআইইউআই হল একটি জনপ্রিয় ইন্টারফেস যা ইউজারদের জন্য কাস্টমাইজেশন বিকল্প এবং সহজে ব্যবহারের সুবিধা প্রদান করে। নয়া হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14)-এ রান করবে। এখনও পর্যন্ত, Redmi 12 এই তথ্যগুলিই সামনে এসেছে। তবে সাশ্রয়ী মূল্যের রেডমি ফোনটির বিষয়ে খুব শীঘ্রই আরও তথ্য প্রকাশিত হবে বলে আশা করা যায়।