হঠাৎ দাম কমলো Redmi 12 ফোনের, এখানে পাওয়া যাচ্ছে 9000 টাকার কমে

সীমিত সময়ের জন্য দাম কমলো রেডমির একটি জনপ্রিয় স্মার্টফোনের। তাই এই মুহূর্তে যদি আপনি রেডমির একটি ফোন খুঁজে থাকেন, তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না।…

redmi 12 sudden price drop on flipkart now available under 9000 rupees

সীমিত সময়ের জন্য দাম কমলো রেডমির একটি জনপ্রিয় স্মার্টফোনের। তাই এই মুহূর্তে যদি আপনি রেডমির একটি ফোন খুঁজে থাকেন, তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে Redmi 12 4G এর 6 জিবি ভ্যারিয়েন্ট খুব কম দামে বিক্রি করছে। ফ্লিপকার্টের মান্থ অ্যান্ড ফেস্ট সেল থেকে 3,622 টাকা ছাড়ে ফোনটি কেনা যাবে। চলুন এর সাথে কি কি অফার ও ডিল দেওয়া হচ্ছে দেখে নেওয়া যাক।

ফ্লিপকার্টে Redmi 12 স্মার্টফোনের 6 জিবি + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি 3,622 টাকা ছাড়ের পরে 8,877 টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটি 12,499 টাকায় লঞ্চ হয়েছিল। তবে আপনি যদি আরও বেশি ছাড় পেতে চান তাহলে ব্যাংক অফারের সুবিধা নিতে পারেন। এরজন্য ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে, তবে 5% ক্যাশব্যাক পাওয়া যাবে।

Redmi 12 এর ফিচার

রেডমি 12 4জি স্মার্টফোনে 90 হার্টজ রিফ্রেশ রেটের 6.79-ইঞ্চি ফুলএইচডি প্লাস ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 240 হার্টজ টাচ স্যাম্পেলিং রেট এবং 450 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। আর এই ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক এমআইইউআই 14 কাস্টম স্কিনে চলবে।

রেডমি 12‌ 4জি হ্যান্ডসেটে মিডিয়াটেক হেলিও জি88 প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সহ 5000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল তৃতীয় ক্যামেরা। আবার ফোনের সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ ভি5.0, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন