Redmi 12: আমজনতার জন্য সস্তায় আধুনিক ফোন আনছে রেডমি, লঞ্চ হতে আর বেশি দেরি নেই

গত মার্চ মাসে, রেডমি ভারতে সাশ্রয়ী মূল্যে Redmi 12C স্মার্টফোনটি লঞ্চ করেছে। এটি ১০,০০০ টাকারও কম মূল্যে আমজনতাকে...
Ananya Sarkar 4 May 2023 1:49 PM IST

গত মার্চ মাসে, রেডমি ভারতে সাশ্রয়ী মূল্যে Redmi 12C স্মার্টফোনটি লঞ্চ করেছে। এটি ১০,০০০ টাকারও কম মূল্যে আমজনতাকে লক্ষ্য করে বাজারে এসেছে। শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি বর্তমানে স্ট্যান্ডার্ড Redmi 12 মডেলটির লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এটি কয়েকদিন আগে আইএমইআই (IMEI) ও মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সার্টিফিকেশন সাইটে স্পট করা গেছে। আর এখন ডিভাইসটি ইন্দোনেশিয়ার টিকেডিএন (TKDN) সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হয়েছে, যা শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দিয়েছে।

Redmi 12 শীঘ্রই আসতে পারে ইন্দোনেশিয়ার মার্কেটে

23053RN02A মডেল নম্বর সহ শাওমির একটি ফোন ইন্দোনেশিয়ার টিকেডিএন (TKDN) কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হয়েছে। যদিও এই সার্টিফিকেশন তালিকাটি মডেলটির নাম বা কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে দেখা যাচ্ছে যে মডেল নম্বরটি 23053RN02Y/23053RN02L-এর অনুরূপ, যেগুলি এর আগে রেডমি ১২ নাম সহ আইএমইআই (IMEI) সার্টিফিকেশন সাইট ও মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) ডেটাবেসে স্পট করা গিয়েছিল। তাই অনুমান করা হচ্ছে, টিকেডিএন-এ তালিকাভুক্ত 23053RN02A রেডমি ১২-এর ইন্দোনেশীয় ভার্সন হতে পারে।

জানিয়ে রাখি, রেডমি ১২-এর এফসিসি তালিকাটি প্রকাশ করেছে যে এতে ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া, এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ইউজার ইন্টারফেসে রান করবে বলেও জানা গেছে। তবে এগুলি ছাড়া, রেডমি ১২-এর অন্যান্য স্পেসিফিকেশনগুলি আপাতত অজানাই রয়েছে। তাই, এই আসন্ন বাজেট রেঞ্জের ফোনটি কি কি অফার করতে পারে, সেসম্পর্কে ধারণা পেতে আসুন সম্প্রতি লঞ্চ হওয়া রেডমি ১২সি-এর স্পেসিফিকেশনগুলির ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক।

Redmi 12C-এর স্পেসিফিকেশন

Redmi 12C-এ ৬.৭১ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, যা ১,৬৫০ x ৭২০ পিক্সেলের একটি এইচডি+ রেজোলিউশন, ২০.৬:৯ অ্যাসপেক্ট রেশিও, ৫০০ নিট পিক ব্রাইটনেস, ১,৫০০:১ কনট্রাস্ট রেশিও এবং ৭০ শতাংশ এনটিএসসি কালার গ্যামাট অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট দ্বারা চালিত, যার সাথে ৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র‍্যাম, ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ই এমএমসি৫.১ স্টোরেজ যুক্ত রয়েছে।

এছাড়াও, Redmi 12C অতিরিক্ত স্টোরেজের জন্য একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট অফার করে। এই রেডমি ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) ইউজার ইন্টারফেসে রান করে। ফটোগ্রাফির জন্য, Redmi 12C-এর রিয়ার প্যানেলে একটি এলইডি ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ডেপ্থ সেন্সর যুক্ত রয়েছে। আর সেলফির জন্য ফোনটির সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

নিরাপত্তার জন্য, Redmi 12C ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি ফেস আনলক ফিচারটিও অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই বাজেট রেঞ্জের ফোনটিতে স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়াও, Redmi 12C-তে ডুয়েল-সিম সাপোর্ট, ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস, একটি মাইক্রো ইউএসবি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক-এর মতো সাধারণ কানেক্টিভিটি অপশনগুলি অন্তর্ভুক্ত রয়েছে।

Show Full Article
Next Story