Redmi-র নতুন ফোন অল্প দামে টেকসই ফিচারের সঙ্গে বাজারে আসছে, দাম?
রেডমি গত বছর ডিসেম্বর মাসে চীনের বাজারে বাজেট রেঞ্জের Redmi 12C স্মার্টফোনটি লঞ্চ করেছে। কোম্পানি বর্তমানে এই...রেডমি গত বছর ডিসেম্বর মাসে চীনের বাজারে বাজেট রেঞ্জের Redmi 12C স্মার্টফোনটি লঞ্চ করেছে। কোম্পানি বর্তমানে এই হ্যান্ডসেটটি গ্লোবাল মার্কেটে লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ইতিমধ্যেই, Redmi 12C-কে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS), থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এর মতো গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন ওয়েবসাইটগুলিতে দেখা গেছে। আর এখন এই সাশ্রয়ী মূল্যের রেডমি ফোনটি ইইসি (EEC) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে, যা ইউরোপের বাজারে এর তাড়াতাড়িই লঞ্চের ইঙ্গিত দিচ্ছে। আসুন তাহলে এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Redmi 12C লাভ করলো EEC-এর অনুমোদন
22120RN86G মডেল নম্বর সহ রেডমি ১২সি ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি (EEC) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। যদিও এই সার্টিফিকেশনটি বিশ্ববাজারে ১২সি-এর আগমন নিশ্চিত করেছে, তবে নাম এবং ডিভাইসের মডেল নম্বর ছাড়া, ইইসি তালিকায় ডিভাইসটির অন্য কোনও বৈশিষ্ট্য প্রকাশ করা হয়নি। কিন্তু যেহেতু এই বাজেট ফোনটি ইতিমধ্যেই চীনের বাজারে পা রেখেছে, তাই এর স্পেসিফিকেশনগুলি আর অজানা নেই। আর রেডমি ১২সি-এর গ্লোবাল ভ্যারিয়েন্টে অনুরূপ স্পেসিফিকেশন দেখা যাবে বলে আশা করা হচ্ছে। আসুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।
Redmi 12C-এর সম্ভাব্য স্পেসিফিকেশন
রেডমি ১২সি-এর গ্লোবাল মডেলে ৬.৭১ ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ড্রপ নচ ডিসপ্লে থাকবে, যা ৫০০ নিট পিক ব্রাইটনেস এবং ২০.৬:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করবে। এতে এলপিডিডিআর৪ র্যাম এবং ইএমএমসি ৫.১ স্টোরেজ সহ মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হতে পারে। আশা করা হচ্ছে, ইউরোপে রেডমি ১২সি তিনটি স্টোরেজ কনফিগারেশন লঞ্চ হবে - ৩ জিবি র্যাম + ৩২ জিবি স্টোরেজ, ৩ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ।
ফটোগ্রাফির জন্য, Redmi 12C-এর ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ০.০৮ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করতে পারে। নিরাপত্তার জন্য, Redmi 12C-এ সম্ভবত একটি রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত থাকবে।
এই রেডমি ফোনে একটি মাইক্রো ইউএসবি পোর্ট এবং স্পিকার গ্রিলও মিলতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi 12C মডেলটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও জানা গেছে যে, ইউরোপের মার্কেটে Redmi 12C-এর দাম ১৪৯ ইউরো থেকে ১৯৯ ইউরোর মধ্যে থাকবে।